এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান প্ল্যানেট ফিডস লিমিটেড (Planet Group-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান) তাদের বিপণন ও বিক্রয় বিভাগে যোগ্য ও উদ্যমী জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং অফিসার/সিনিয়র মার্কেটিং অফিসার (বিশেষ করে গবাদি পশুর খাদ্য বিক্রয়) পদে ৮টি এবং এএসআরএম/আরএসএম (ARSM/RSM) পদে ১০টি শূন্যপদে লোকবল নিয়োগ করবে।
মার্কেটিং অফিসার/সিনিয়র মার্কেটিং অফিসার (Cattle Feed Sales) পদের জন্য:যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কর্মস্থল -নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ভৈরব ও রংপুর।
ARSM/RSM পদের জন্য: এই পদের জন্য প্রার্থীকে ডিভিএম, এমবিএ অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কর্মস্থল হবে—ফেনী, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, খুলনা, ভোলা, নোয়াখালী, চাঁদপুর ও পটুয়াখালী।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা:
* প্রভিডেন্ট ফান্ড
* স্বাস্থ্যবীমা (স্বামী/স্ত্রী ও সন্তানসহ)
* মোবাইল বিল
* ২টি উৎসব ভাতা
* কোম্পানির নীতিমালা অনুযায়ী ইনসেনটিভ
* আকর্ষণীয় টি.এ/ডি.এ সুবিধা
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের তাদের আপডেটেড সিভি আগামী ২২ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে নিচের যে কোনো এক ঠিকানায় পাঠাতে হবে:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. এবং This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.