এগ্রিলাইফ২৪ ডটকম: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে মাছ চাষে বিশেষ অবদানের জন্য ‘নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদন’ ক্যাটাগরিতে সম্মাননা পেলো দেশের অন্যমত প্রাণি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সেল ফিড লিঃ।
আজ ১৮ আগস্ট ২০২৫, ময়মনসিংহ জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইয়ন ফিডের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন এক্সেল ফিড লিমিটেডের প্লান্ট ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী, অতিঃ পুলিশ সুপার, ময়মনসিংহ পুলিশ রেঞ্জ, নৃপেন্দ্র নাথ বিশ্বাস, পরিচালক, মৎস্য অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন।
উল্লেখ্য যে, মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মৎস্য চাষী, গবেষক এবং মৎস্য ব্যবসায়ীদের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠান ও মতবিনিময় সভায় এই পুরস্কার প্রদান করা হয়।