সিনজেন্টা বাংলাদেশ ও কৃষিবিদ সীড লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কৃষি খাতে নতুন দিগন্তের সূচনা হলো। বৃহস্পতিবার (২১ আগস্ট) সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এবং কৃষিবিদ সীড লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়িক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের হেড অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মোঃ হেদায়েত উল্লাহ, ডিরেক্টর (ফিল্ড ক্রপ) মোঃ নুরুল আলম এবং প্রোডাক্ট ও ক্যাম্পেইন ম্যানেজার কৃষিবিদ আশরাফ হাসান। অপরদিকে কৃষিবিদ সীড লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আলী আফজাল, ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ শরীফ মোঃ তসলিম রেজা, সিনিয়র জিএম কৃষিবিদ মোঃ সাজ্জাদ ফেরদৌস শিশির এবং এজিএম কৃষিবিদ ফখরুল ইসলাম পাভেল।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান কৃষকদের জন্য উন্নতমানের বীজ, আধুনিক কৃষি প্রযুক্তি এবং টেকসই কৃষি সমাধান সহজলভ্য করতে একসঙ্গে কাজ করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর ফলে বাংলাদেশের কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।