রাজশাহীতে "Transforming Bangladesh Agriculture: Outlook 2050" শীর্ষক কর্মশালা

এগ্রিলাইফ২৪ ডটকম: গত ৩০ আগস্ট (শনিবার) সকাল ৯.৩০ টায়, আজ Primary Teacher's Training Institute (PTI), Rajshahi-তে (TARAPS) Project, Ministry of Agriculture কর্তৃক আয়োজিত "Transforming Bangladesh Agriculture: Outlook 2050" শীর্ষক আঞ্চলিক কর্মশালা পিপিসি অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি ও রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর মুল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিসি অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে কৃষি শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র নয়, বরং কৃষি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও টেকসই উন্নয়নের সাথে সম্পর্কিত। তিনি জানান, বাংলাদেশের মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণিসম্পদ ও মৎস্য সম্পদের পুষ্টিকর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা আগামী ২৫ বছরের জন্য কৃষি নীতি প্রণয়নের পরিকল্পনা করছি। খামারী অ্যাপের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, অ্যাপটি মাঠ পর্যায়ে কৃষকদের জন্য ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস হিসাবে কাজ করবে। খামারি অ্যাপের পরবর্তী সংস্করণে কৃষি কল সেন্টার সংযোজনের মাধ্যমে কৃষককে তাৎক্ষনিক সেবা প্রদান করা হবে বলে তিনি জানান।

ভূগর্ভের পানির স্তর কমে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র এলাকা নিয়ে আশংকা প্রকাশ করে প্রধান অতিথি বলেন, আমাদের পানি সাশ্রয়ী ফসল উৎপাদনের প্রতি মনোযোগ দিতে হবে। কৃষকদের উদ্বৃত্ত ফসলজনিত ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে তিনি আলু, আমের একমুখী উৎপাদনের পরিবর্তে কৃষকদের প্রয়োজনে প্রণোদনা নিশ্চিত করে বহুমখী ফসল সারা বছরব্যাপি উৎপাদনের প্রতি আগ্রহী করে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসে আগামী ২৫ বছরের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে যা কৃষি মন্ত্রণালয়ের ইতিহাসে মাইলফলক হবে বলে তিনি জানান। ওয়ার্কশপে আগত সব ধরনের সুবিধাভোগীর মতামত গ্রহণ করা হয়।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মো: জাকির হোসেন, অতিরিক্ত সচিব, সম্প্রসারণ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, মো: আবু জুবাইর হোসেন বাবলু, অতিরিক্ত সচিব, গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, নাসির-উদ-দৌলা, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ), কৃষি মন্ত্রণালয়, আহমেদ ফয়সল ইমাম, অতিরিক্ত সচিব, সার ব্যবস্থাপনা ও উপকরণ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, মির্জা আশফাকুর রহমান, অতিরিক্ত সচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, ড. মো: মাহমুদুর রহমান, অতিরিক্ত সচিব, পিপিসি অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, মো: তরিকুল আলম, নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী, মো: খোরশেদ আলম, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, মোহাম্মদ এনামুল হক, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, কাজী আব্দুর রায়হান, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, কামরুল হাসান, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, মো: ছাইফুল আলম, মহাপরিচালক, ডিএই, খামারবাড়ি, ঢাকা, মো: আলী কবীর, উপসচিব, কৃষি মন্ত্রণালয়, মো: নুরুজ্জামান, উপসচিব, কৃষি মন্ত্রণালয়, মোছা: সুস্মিতা ইসলাম, উপসচিব, কৃষি মন্ত্রণালয় মো: রুহুল আমিন খান, চেয়ারম্যান ,বিএডিসি, ঢাকা, ড. নাজমুন নাহার করিম, নির্বাহী চেয়ারম্যান, বিএআরসি, ফার্মগেট, ঢাকা, ড. মোঃ আবদুল্লাহ ইউছুফ আকন্দ, মহাপরিচালক, বারি, গাজীপুর, ড. মোহাম্মদ খালেকুজ্জামান, মহাপরিচলক, ব্রি গাজীপুর, ড. কবির উদ্দিন আহমেদ, মহাপরিচালক, বিএসআরআই, ঈশ্বরদী, পাবনা, ড. সালাহউদ্দিন আহমেদ, মহাপরিচালক, বিডাব্লিউএমআরআই, নশিপুর, দিনাজপুর, মো: মসীহুর রহমান, পরিচালক, এআইএস, খামারবাড়ি, ঢাকা, সচিবের একান্ত সচিব কৃষি মন্ত্রণালয়, ড. মো: আজিজুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্পসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, মোছা: উম্মে ছালমা, উপপরিচালক, ডিএই, রাজশাহী, প্রকল্প পরিচালক আরডিএডিপি, রফতানীযোগ্য আম উৎপাদন প্রকল্প ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, ব্যাংক, বেসরকারি সংস্থার কর্মকর্তা, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্য, কৃষি তথ্য সাভিস, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তাগণ, সাধারণ কৃষকসহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সংগ্রহে : মো: আমিনুল ইসলাম।