প্লানেট ফিডস লিঃ এর ন্যাশনাল সেলস মিটিংঃ নতুন উদ্যমে আগামীর টার্গেট অর্জনের প্রত্যয়

এগ্রিলাইফ প্রতিবেদক:গত ০৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর বনানীর হোটেল গোল্ডেন টিউলিপে প্লানেট ফিডস লিঃ এর ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল ফিল্ড অফিসাররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ্ হাবিবুল হক। এছাড়া পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন, শাহ্ ফাহাদ হাবিব এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে ফিল্ড অফিসারদের উদ্দেশে বলেন, “আমাদের সাফল্যের মূল চালিকাশক্তি আপনারাই। নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আপনারাই আগামী দিনের বিক্রয় টার্গেট পূরণ করবেন এবং কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”

সভায় ২০২৫ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী চলমান বিক্রয় অগ্রগতির ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি ২০২৬ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ফিল্ড অফিসারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। সেখানে মাঠ পর্যায়ের নানা সমস্যা ও তার কার্যকর সমাধান, ডিলার ও অফিসারদের জন্য নতুন সুযোগ-সুবিধা এবং বিক্রয় বৃদ্ধির কৌশল নিয়ে পরামর্শ প্রদান করা হয়।

কোম্পানীর পরিচালক মোহাম্মদ মোসলেহ উদ্দিন, “লক্ষ্য অর্জন নয়, লক্ষ্য ছাড়িয়ে যাওয়াই আমাদের স্বপ্ন।” সে লক্ষে আমাদের কাজ করতে হবে নব উদ্যমে।

কোম্পানীর পরিচালক শাহ্ ফাহাদ হাবিব বলেন, “প্রতিটি বিক্রয় আমাদের নতুন গর্বের গল্প।” সেই গর্বের সাথী হতে চায় প্লানেট ফিডস লিঃ। কাজেই ফিল্ড অফিসারদের দক্ষতা উন্নয়নে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে ফিল্ড অফিসাররা নতুন উদ্যম ও প্রেরণা নিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার ব্যক্ত করেন।