এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের প্রাণিসম্পদ ও কৃষি খাতে সুপরিচিত প্রতিষ্ঠান Argil NE Bangladesh পোল্ট্রি, মৎস্য ও কৃষি সেক্টরে সফলভাবে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম সম্প্রসারণ এবং মাঠ পর্যায়ে কারিগরি সেবা আরও জোরদার করার লক্ষ্যে Technical Service Officer পদে নিয়োগ দিচ্ছে।
প্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হলেও অগ্রাধিকার দেওয়া হবে ৩০ বছরের মধ্যে প্রার্থীদের। কর্মস্থল হবে ঝিকরগাছা (যশোর), চান্দিনা/বরুড়া/লাকসাম/নাঙ্গলকোট (কুমিল্লা), ময়মনসিংহ সদর, ত্রিশাল ও কেন্দুয়া (নেত্রকোনা)।
নির্বাচিত প্রার্থীদের নিয়মিতভাবে অ্যাকুয়া ফার্ম, মাছের হ্যাচারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে হবে, বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য কেমিস্ট দোকান থেকে অর্ডার জেনারেট করতে হবে এবং সুপারভাইজারকে সঠিক ও সময়মতো রিপোর্ট প্রদান করতে হবে।
প্রতিষ্ঠানটি আকর্ষণীয় বেতন, ইনসেনটিভ, উৎসব ভাতা, বিদেশ ভ্রমণের সুযোগ, ভাতা (TA & DA), দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করবে।
আগ্রহী প্রার্থীরা দ্রুত তাদের সিভি কাভার পেইজে পদের নাম উল্লেখ করে WhatsApp (+88 01329 748732) অথবা ইমেইল This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. , This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.