বিপিআইসিসির নতুন আহবায়ক এর দায়িত্ব গ্রহণ

এগ্রিলাইফ ডেস্ক: গতকাল ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার বিপিআইসিসির অফিস রুপায়ন শপিং স্কয়ার, বসুন্ধরা, ঢাকায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব মসিউর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, প্যারাগন গ্রুপ) বিপিআইসিসির নতুন আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিপিআইসিসির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা জনাব মসিউর রহমানকে শুভেচ্ছা জানান।

জনাব মসিউর রহমান বলেন, সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সাথে পোল্ট্রি সেক্টরের প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রার কাউন্সিল (বিপিআইসিসি) একযোগ কাজ করে যাচ্ছে। বিপিআইসিসির বিদায়ী আহবায়ক এবং ওয়াপসা-বিবি এর সভাপতি জনাব শামসুল আরেফিন খালেদ বলেন, পোল্ট্রি সেক্টরে টেকসই উন্নয়নের জন্য বিপিআইসিসির ভূমিকা অপরিসীম এবং আমি আশা করি বিপিআইসিসির নতুন সদস্যবৃন্দ বৃহৎ পরিসরে নিরলসভাবে কাজ করে যাবেন।

সভায় ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা, ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এনিমেল হেলথ কোম্পানীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন, এবং বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইমপোর্টাস এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকল সদস্য ফিআব, বাফিটা এবং বিপিআইএ এর নতুন কমিটিকে শুভেচ্ছা ও স্বাগত জানান। নবাগত এই নেতৃবৃন্দ সকলেই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে পোল্ট্রি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সম্প্রতি ফিআব, বাফিটা, বিপিআইএ এর নতুন নির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন।