শাজাহানপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুরে মুক্তধারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৫টায় বনভেটী আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক ফজলুল হক উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আটল, মারিয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও বিএনপি নেতা বাদশা সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন খরনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এনামুল করিম স্বপন,বিএনপি নেতা এটিএম শহিদুল ইসলাম,আড়িয়া ইউপি প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, বিএনপি নেতা আবু বক্কর, আব্দুল মমিন, আল আমিন,উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আশিক খান,মুক্তধারা স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাজু সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খেলার ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন এইচ. এম. হাবিব।

উদ্বোধনী খেলায় ফুলকোট নিউ স্টার ক্লাব ৩–০ গোলে ভাটগ্রাম শ্যামলী ক্লাবকে পরাজিত করে ফুলকোট নিউ স্টার ক্লাব বিজয়ী হয়।