
নাহিদ বিন রফিক (বরিশাল): প্রফেসর ড. মো. রুবেল মাহমুদ সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন একজন গবেষক। এই পদে যোগদানের ফলে তিনি বিভাগীয় আধুনিক গবেষণা সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন।
প্রফেসর রুবেল মাহমুদ উচ্চশিক্ষার জন্য বিদেশে অধ্যয়ন করে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেন। তিনি বেলজিয়ামের স্বনামধন্য ঘেন্ট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি চীনের বেইজিংয়ে অবস্থিত ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। গবেষণাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ তাঁকে একজন দক্ষ উদ্ভিদ রোগতত্ত্ববিদ হিসেবে গড়ে তুলেছে। তিনি ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, যা উদ্ভিদ রোগতত্ত¡, ফসল সুরক্ষা এবং আধুনিক কৃষি বিজ্ঞানের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করেছে।
বর্তমানে প্রফেসর ড. মাহমুদের গবেষণার প্রধান ক্ষেত্র হলো- উদ্ভিদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা উদঘাটন এবং টেকসই উদ্ভিদ রোগ ব্যবস্থাপনা, যা পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক নির্ভরতাা কমিয়ে টেকসই ও বিজ্ঞানভিত্তিক রোগ ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবনে তাঁর গবেষণা দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগকে আরও গবেষণামুখী করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক, আন্তর্জাতিক মানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর নেতৃত্বে বিভাগটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
প্রফেসর রুবেল মাহমুদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সংশ্লিস্ট সকলের নিকট দোয়াপ্রার্থি।
























