
রাজধানী প্রতিনিধি: ডেইরি খামারের উৎপাদনশীলতা বাড়াতে নবজাতক বাছুরের সঠিক পুষ্টি ও প্রসবোত্তর গাভীর স্বাস্থ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, এগ্রোভেট ডিভিশন বাজারে এনেছে দুটি নতুন ভেটেরিনারি পণ্য "BabyLac™ Powder" এবং "Recoma Powder"।
আজ রবিবার ২৫ জানুয়ারী বিকেলে রাজধানী মহাখালি স্কয়ার এগ্রোভেট এর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পণ্য দুটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জয়ন্ত দত্ত গুপ্তা, জেনারেল ম্যানেজার, স্কয়ার এগ্রোভেট অ্যান্ড ক্রপ কেয়ার ডিভিশন; জনাব মো. আরিফুজ্জামান, সিনিয়র ম্যানেজার, স্কয়ার এগ্রোভেট ডিভিশন; জনাব রুবাইয়াত নুরুল হাসান, সিনিয়র ম্যানেজার, স্কয়ার এগ্রোভেট ডিভিশন এবং জনাব সৈয়দ রিয়াদ জাহান, গ্রুপ কো-অর্ডিনেটর, স্কয়ার এগ্রোভেট ডিভিশন।
অনুষ্ঠানে বেবিল্যাক ও রিকোমা এই দুটি নতুন পণ্যের বিশেষত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা. মো. আমিনুল ইসলাম এবং ডা. আলমগীর মাহফুজ আবির।
বিশেষজ্ঞরা বলেন, ডেইরি খামারের ভবিষ্যৎ নির্ভর করে নবজাতক বাছুরের প্রথম কয়েক দিনের সঠিক যত্ন ও পুষ্টির উপর। এই ‘গোল্ডেন আওয়ার’-এ পুষ্টির ঘাটতি হলে বাছুর আজীবন দুর্বল থেকে যায়। এই বাস্তবতা মাথায় রেখেই স্কয়ার এগ্রোভেট বাজারে এনেছে আধুনিক মিল্ক রিপ্লেসার "BabyLac™ Powder" যা শুধু দুধের বিকল্প নয়, বরং একটি সম্পূর্ণ পুষ্টি সমাধান।
অন্যদিকে, প্রসবোত্তর গাভীর সবচেয়ে বড় তিনটি সমস্যা হলোম্যাস্টাইটিস, মেট্রাইটিস ও ফুল না পড়া এই সমস্যাগুলোর সমাধানে "Recoma Powder" খামারির জন্য সময় ও খরচ সাশ্রয়ী একটি কার্যকর পণ্য বলে জানান তারা।
নবজাতক বাছুরের সুস্থ শুরু হোক BabyLac™ দিয়ে, আর দুধেল গাভীর প্রসবোত্তর নিরাপত্তা নিশ্চিত করুক Recoma ডেইরি খামারির জন্য স্কয়ার এগ্রোভেটের এই যুগল সমাধান হতে পারে লাভজনক ও একটি টেকসই ডেইরি খামারের নির্ভরযোগ্য সঙ্গী।
























