
এগ্রিলাইফ২৪ ডটকম:নতুন একটি রেকর্ডের পাতায় নাম লেখালো তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর বিশ্বের প্রথম ডিভাইস আনছে ইনফিনিক্স।
দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়—কাজ, বিনোদন, ভ্রমণ, গেমিং ও কনটেন্ট তৈরির নির্ভরযোগ্য সঙ্গীও। ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের চাহিদাও বদলাচ্ছে, যেখানে প্রয়োজন হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, স্থিতিশীল পারফরম্যান্স এবং হাতে ধরার আরাম। এই পরিবর্তিত বাস্তবতায় নতুন নোট সিরিজের ফোন আনছে ব্র্যান্ডটি।
ইনফিনিক্স জানিয়েছে, আসন্ন এই নোট সিরিজের স্মার্টফোনটি হবে বিশ্বের প্রথম ডিভাইস, যেখানে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্ল্যাটফর্ম। শক্তিশালী পারফরম্যান্স ও কম বিদ্যুৎ খরচের সমন্বয়ে তৈরি এই চিপসেট দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি দক্ষতা বজায় রাখতে সহায়ক। গেমিং, ভিডিও স্ট্রিমিং কিংবা একাধিক অ্যাপ একসঙ্গে চালানোর সময়ও স্মুথ ও স্থিতিশীল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের কাছে এরইমধ্যে নতুন নোট সিরিজের ফোনটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
নতুন ডিভাইসটির নকশায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবহারকারীর আরামের দিকে। এতে থাকছে থ্রিডি-কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে, যা হাতের স্বাভাবিক গড়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ডিজাইন করা। এতে দীর্ঘসময় ফোন ব্যবহারেও চোখের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
দীর্ঘসময় নিরবচ্ছিন্ন থাকতে ফোনটিতে দেয়া হয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের আল্ট্রা-স্লিম ব্যাটারি, যা ফোনের পাতলা ও হালকা নকশা বজায় রেখেই দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। মিডিয়াটেক ডানমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর থাকায় ব্যাটারি শক্তি ধরে রাখবে দীর্ঘ সময় পর্যন্ত।
বাংলাদেশের বাজারে নোট সিরিজের ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। স্টক থাকা সাপাক্ষে এটি চলতে থাকবে। আর আনুষ্ঠিানিক উন্মোচনের পর বাজারে পাওয়া যাবে ফোনটি।
ইনফিনিক্স:
ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের আওতায় বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি। আজকের তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়।
"ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)" মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স আজকের তরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়।
আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৮টি অঞ্চলের ৭০টির বেশি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি করা হয়। ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত ইনফিনিক্সের মরক্কোতে একটি কনসেপ্ট স্টোর, এর বাইরে ৭৪টি অনুমোদিত স্টোর (৩০% ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি) এবং সারা পৃথিবী জুড়ে ৪৬,৭০০টি রিটেইল স্টোর আছে। ইনফিনিক্সের একটি শক্তিশালী বৈশ্বিক ফ্যানবেইজ তৈরি হয়েছে। নতুন পণ্য ও প্রযুক্তি দ্রুত ফ্যানদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং এক্সওএস ফ্যান এডিশন টেস্ট করার জন্য নিয়মিত অফলাইন অনুষ্ঠানের আয়োজন করে থাকে কোম্পানিটি।
আরও জানার জন্য ভিজিট করুন: http://www.infinixmobility.com/
ইনফিনিক্স বাংলাদেশ সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন:
ওয়েবসাইট: http://www.infinixmobility.com/bd/
ফেসবুক: https://www.facebook.com/InfinixBangladesh/
ইন্সটাগ্রাম: https://www.instagram.com/infinixbangladesh/
























