
এগ্রিলাইফ২৪ ডটকম:এসএমএস ফিডস লিমিটেডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন সরকার বলেছেন, “অচিরেই কোম্পানির উদ্যোগে তেলাপিয়া হ্যাচারি ও মুরগির হ্যাচারি স্থাপন করা হবে। এ লক্ষ্যে সকল পরিবেশক ও ডিলারদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর কনফারেন্স হলরুমে আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত পরিবেশক সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান।
সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন কোম্পানির সিনিয়র ম্যানেজার মোঃ কামরুজ্জামান ভূইয়া। চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন সরকারের সভাপতিত্বে এবং ডিজিএম (বিক্রয় ও বিপণন) দীপক চন্দ্র পালের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোঃ আবদুল হালিম এবং সিনিয়র ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম।
সম্মেলনে বিভিন্ন এলাকার পরিবেশক ও ডিলারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজী বিল্লাল হোসেন, অহিদুর রহমান, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলী লিটন, খোরশেদ আলম, সালাউদ্দিন, আব্দুল মালেক, বাছির উদ্দিন, কাজী লুৎফর রহমানসহ আরও অনেকে। বক্তারা এসএমএস ফিডসের পণ্যের মান, বাজার সম্প্রসারণ এবং পরিবেশক–ডিলারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরিবেশকরা বলেন, মানসম্মত মৎস্য ও পোল্ট্রি ফিডের মাধ্যমে এসএমএস ফিডস ইতোমধ্যেই খামারিদের আস্থা অর্জন করেছে। এখন যদি কোম্পানিটি তেলাপিয়া হ্যাচারি ও মুরগির হ্যাচারি স্থাপন করে, তাহলে খামারিরা একই ছাদের নিচে আরও উন্নত ও সমন্বিত সেবা পাবে। চেয়ারম্যানের ঘোষণাকে তারা সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
পোল্ট্রি, ডেইরি ও মৎস্যসহ সামগ্রিক প্রাণিসম্পদ খাতে এসএমএস ফিডস একটি স্বনামধন্য প্রতিষ্ঠান উল্লেখ করে উপস্থিত পরিবেশকরা কোম্পানির বাজার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। সম্মেলনে মোট ৫০ জন সম্মানিত পরিবেশক উপস্থিত ছিলেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এসএমএস ফিডস অতীতের মতো ভবিষ্যতেও পরিবেশকদের পাশে থাকবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে পরিবেশক ও ডিলারদের মাঝে কোম্পানির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
























