এগ্রিলাইফ প্রতিনিধি: আজ শনিবার (১৫ মার্চ) যশোরের কাচ্ছি কুইন রেস্টুরেন্টে যশোর জেলা ফিড ও মেডিসিন কোম্পানির অফিসারদের উদ্যোগে এক আনন্দঘন ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্গন এনিমেল হেলথের সিওও মো: সাদিকুর রহমান এবং সঞ্চালনা করেন আমান ফিডের এসিস্ট্যান্ট ম্যানেজার মো: সাকিব খান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: চিন্ময় মৈত্র (ডিজিএম, আমান ফিড লিমিটেড)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:জামিয়ার রহমান রাজু (ডেপুটি ম্যানেজার, এসিআই গোদরেজ), মো:শিহাব শিকদার (সেকশন ম্যানেজার, টংওয়ে ফিড), মো:আজহারুল ইসলাম (ম্যানেজার, আগাতা ফিড), মো:শরিফুল ইসলাম (জোনাল ম্যানেজার, এগ্রোটেক ফিড), মো:ফিরোজ মাহমুদ (আর. এস.এম,প্যারাগন ফিড), মো:মাহাবুবুল আলম সুমন (আর.এস.এম.,কেআরএফ),, মো:আব্দুল্লাহ আল মামুন ( সিনিয়র এক্সিকিউটিভ,এডভান্স এগ্রোটেক) প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে যশোর বিভিন্ন এলাকা থেকে ফিড এবং মেডিসিন কোম্পানীর ম্যানেজার এবং অফিসারগণ উপস্থিত ছিলেন।ইফতার এবং মাগরিবের নামাজের পর যশোর জেলা ফিড এবং মেডিসিন অফিসার্স এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন
আহ্বায়ক - মো:শরিফুল ইসলাম (জোনাল ম্যানেজার, এগ্রোটেক ফিড)
যুগ্ন আহ্বায়ক - মো:ফিরোজ মাহমুদ (আর.এস.এম,প্যারাগন ফিড)
মো:মাহাবুবুল আলম সুমন (আর.এস.এম.,কেআরএফ)
মো:সাকিব খান (এসিস্ট্যান্ট ম্যানেজার,আমান ফিড)
সদস্য সচিব - মো:আব্দুল্লাহ আল মামুন (সিনিয়র এক্সিকিউটিভ, এডভান্স এগ্রোটেক)
উপদেষ্টা হিসেবে আছেন
১.ডা:চিন্ময় মৈত্র (ডিজিএম,আমান ফিড).
২.মো:সাদিকুর রহমান (সিওও,আর্গন এনিমেল হেলথ)
৩.জামিয়ার রহমান রাজু (ডেপুটি ম্যানেজার, এসিআই গুডরেজ)
৪.মো:শিহাব শিকদার (সেকশন ম্যানেজার,টংওয়ে ফিড)
ঈদের পর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের সময় পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
ঈদের পর পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়।