এগ্রিলাই২৪ ডটকম: কায়সার জেনেটিকস্ লিমিটেড (ডায়মন্ড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান)-এর সেলস ও মার্কেটিং এবং টেকনিক্যাল সার্ভিস বিভাগে কিছু সংখ্যক দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি যারা পোল্ট্রি শিল্পে পেশাদারভাবে কাজ করতে আগ্রহী এবং চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম, তাদেরকে উক্ত পদসমূহে আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে।
নিয়োগকৃত পদসমূহের মধ্যে রয়েছে: এক্সিকিউটিভ / ASM / RSM (সেলস অ্যান্ড মার্কেটিং) এবং এক্সিকিউটিভ / RSM / DSM (টেকনিক্যাল সার্ভিস)। আবেদনকারীদের ভেটেরিনারি সায়েন্স, কৃষি বিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই ডিওসি (ডে ওল্ড চিকস), পোল্ট্রি ফিড, ওষুধ ও অর্গানিক ফার্টিলাইজার বিক্রয়ের ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যারা এই খাতে ইতিমধ্যে অভিজ্ঞ এবং নিজের ক্যারিয়ারকে আরও একধাপ এগিয়ে নিতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
আগ্রহী প্রার্থীগণ দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করুন এবং আপনার জীবনবৃত্তান্ত (CV) ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিন।
যোগাযোগ:
📞 মোবাইল: ০১৩২২৮২৭৩১১
📧 ইমেইল: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.