শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আইকিউএসির ভূমিকা গুরুত্বপূর্ণ

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.আলিমুল ইসলাম বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি)গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের মানসম্পন্ন ও সময়োপযোগি প্রশিক্ষণ প্রদানের আহবান জানান।

গতকাল সিকৃবির আইকিউএসি'র সম্মেলন কক্ষে কোয়ালিটি অ্যাস্যুরেন্স কমিটির (কিউএসি)১৫ তম সভায় আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের পরিচালনায় কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।