প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে বাকৃবি'র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম। আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া সাত দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নেবেন অনুষদের ১১৫ জন শিক্ষার্থী।

ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা মাঠপর্যায়ে কৃষি অর্থনীতি, গ্রামীণ সমাজ এবং উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি, তাঁদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য আয়োজন করা হবে বিশেষ কর্মশালা ও সেমিনার। এ প্রোগ্রাম কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষদের গ্যালারি কক্ষে এ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকবৃন্দ এসব কথা বলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড মোহাম্মদ তাজ উদ্দীনের সভাপত্ত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ‌ছি‌লেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তি‌নি এই ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে এ ধরনের ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি তাঁদের শিক্ষাজীবনের পাশাপাশি কর্মজীবনেও দক্ষতা বৃদ্ধি করবে।”

ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বাস্তবজীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এমন আয়োজন আমাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”