আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি: আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মিছিল শেষে বাকৃবির শিক্ষার্থীরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পেছনে অবস্থিত ইসকন মন্দিরে লংমার্চ কর্মসূচি ঘোষণা করলেও রাত গভীর হওয়ায় সেটি স্থগিত করা হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা আগামীকাল নতুন করে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা সমাবেশে সংগঠন ইসকনকে 'উগ্রবাদী দেশদ্রোহী' আখ্যা দিয়ে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার দাবি করে। বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল: 'ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও,' 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না,' এবং 'হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই।'

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখনও আমাদের সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং শত্রুতার নীলনকশা আঁকছে। তারা বারবার সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।"

বিক্ষোভে শিক্ষার্থীরা আরও বলেন, "দেশে শান্তি ও সম্প্রীতির জন্য এই ধরনের অপপ্রয়াস বন্ধ করা অত্যন্ত জরুরি। আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে।