এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সাথে ইউএসএআইডি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যের কনফারেন্স রুমে আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার সভাটি অনুষ্ঠিত হয়।
শেকৃবি'র উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইউএসএআইডি’র ভবিষ্যত বাংলাদেশ পলিসি লিংকের কৃষিনীতি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউএসএআইডি তাদের 'নারীর ক্ষমতায়ন' কর্মসূচির অংশ হিসেবে শেকৃবি ছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাসার, পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিসারিজ, একুয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আসিফ ওয়ারেজ নেওয়াজ এরং শেরেবাংলা হলের প্রভোষ্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ ।
ইউএসএআইডি’র পক্ষে উপস্থিত ছিলেন পলিসি লিংকের কান্ট্রি লিড ফাহিম খান, জ্ঞান ব্যবস্থাপনা, কৌশলগত শিক্ষা এবং যোগাযোগের পরিচালক সেয়িকা কবির, সিনিয়র ম্যানেজার তাহসিন রহমান, খালদা খানম এবং মোঃ হাসেম আলি আকাশ।