ইসলামিক ডেস্ক: ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ভিন্ন ধর্মের ব্যাপারে উদার ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয় ইসলাম। মানবতার ধর্ম ইসলাম মুসলিম-অমুসলিম নির্বিশেষে সব ধর্মের ও অনুসারীদের নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ করতে উদ্বুদ্ধ করে। ইসলাম সহনশীলতা, নিরপেক্ষতা ও সহমর্মিতা-এর এক চমৎকার উদাহরণ। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষকে ইসলাম অভিন্ন মানবিক অধিকার ও মর্যাদা দিয়ে থাকে। পবিত্র কোরআনের একাধিক আয়াতে মহান আল্লাহ মানবজাতিকে মানবিক মূল্যবোধ ও বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক মানুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো।
দুনিয়ার প্রথম নবী হজরত আদম (আ:) থেকে শেষ নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীই মানবতার বাণী প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। কাজেই কোরআন-হাদিসের বাণী ও রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর বাস্তব পদক্ষেপ থেকে অন্য ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কী, তা উজ্জ্বল সূর্যের মতো স্পষ্ট হয়ে ওঠে।
তবে বড়ই আফসোসের বিষয় সারা বিশ্বে বর্তমান সময়ে ইসলাম সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের বাংলাদেশের মতো সুন্দর একটি সম্প্রীতির দেশেও বর্তমান সময়ে এটি অহরহ ঘটছে। আর এর ফলে সমাজে বিশৃংখলা দেখা দিচ্ছে। কাজেই আমাদের সকলের উচিত ইসলামের সৌন্দর্যগুলি সঠিকভাবে তুলে ধরা। মহান আল্লাহ সবাইকে সম্প্রীতি, সহমর্মিতা ও সংবেদনশীলতা দান করুন।-আমিন