বাকৃবি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে কৃষি অনুষদ করিডোরে এ প্রতিযোগিতার আয়োজন করে বাকৃবির শিশু-কিশোর কাউন্সিল।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশু-কিশোররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বয়সের শিশু-কিশোরদের আঁকা ছবিগুলোতে মুক্তিযুদ্ধের চেতনার গৌরবময় অধ্যায়, বিজয়ের আনন্দের উচ্ছ্বাস এবং দেশপ্রেমের শাশ্বত সৌন্দর্য অপূর্ব শৈল্পিক ভাষায় ফুটে উঠেছে। তাদের তুলির ছোঁয়ায় রঙে রঙে সেজে উঠেছে বিজয়ের প্রতিচ্ছবি। ছবিগুলোর একদিকে আছে স্বাধীনতার জন্য আত্মত্যাগের মহিমা, অন্যদিকে আছে স্বাধীন স্বদেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। এসব চিত্রকর্ম যেন ছোট্ট হৃদয়গুলোর গভীর দেশপ্রেম, সৃজনশীলতা এবং জাতির ইতিহাসের প্রতি তাদের ভালোবাসার এক মুগ্ধকর বহিঃপ্রকাশ।
আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মো. সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি শাসক শ্রেণির অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। একাত্তরের চেতনা ধারণ করেই ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতা ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। এই প্রতিবাদী চেতনা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদম্য স্পৃহা এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগই বাঙালির প্রকৃত চরিত্র।সেই চেতনাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। আমাদের সকলকে দেশকে ভালোবাসতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিতে হবে।”তিনি শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।