চলনবিলের জীববৈচিত্র্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সরেজমিনে পরিদর্শন করলেন গবেষকরা

এগ্রিলাইফ২৪ ডটকম:মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (BLS), লাইট হাউজ এবং কসমস এনজিও যৌথভাবে নাটোরের সিংড়া উপজেলায় অবস্থিত চলনবিলের জীববৈচিত্র্য পরিদর্শন এবং কৃষকদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করে।

আজ সিংড়া উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত "স্মার্ট এগ্রিকালচার প্রকল্পের সফল কৃষক প্রশিক্ষণ কর্মসূচি"-তে বক্তব্য রাখেন লাইট হাউজের নির্বাহী পরিচালক এবং রোটারি ক্লাব সদস্য, রোটারিয়ান মো. হারুন-উর-রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন এবং বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক, রাজশাহী পরিবেশ আন্দোলনের (BAPA) সাধারণ সম্পাদক এবং রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালের IPP রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, কসমস এনজিও ম্যানেজার মেহাজ মালা, লাইট হাউজের গবেষক মো. মুসফিকুর রহমান ও স্মার্ট এগ্রিকালচার প্রকল্পের ব্যবস্থাপক এম মনিরুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে চলনবিলের জীববৈচিত্র্যের উপর পড়া নেতিবাচক প্রভাব, এ অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নের জন্য আইসিটি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতিতে উদ্বুদ্ধ করার বিষয়ে আলোচনা করেন।

সভা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও লাইট হাউজের বিশেষজ্ঞ দল চলনবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ইউনিটের সাধারণ সম্পাদক এবং BBCF-এর কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সঙ্গে চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য পরিদর্শন করেন।

এ উদ্যোগ চলনবিল এলাকার কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।