এগ্রিলাইফ২৪ ডটকম: সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে মাইক্রো-ওয়াটারসেড ব্যবস্থাপনা উন্নয়নের মডেল, ডিজাইন রিভিউ ও প্রকল্পের অগ্রগতি অবতিকরণ বিষয়ক কর্মাশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা জলাবদ্ধ ভবদহ সংশ্লিষ্ট এলাকার জন্য খাল খনন ও পানি নিস্কাশনের জন্য বিশেষ কর্মসূচী গ্রহণের আহবান।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সফল ফর আই ডব্লিউ আর এম’র যশোর অঞ্চলের ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহারের সভাপতিত্বে অভয়নগর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত কর্মশালায় অনুষ্ঠানের প্রধান অতিথি অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার যশোর প্রতিনিধিকে জলাবদ্ধ ভবদহ সংশ্লিষ্ট এলাকার জন্য খাল খনন ও পানি নিস্কাশনের জন্য বিশেষ কর্মসূচী গ্রহণের আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী ইউপি চেয়ারম্যানদের খননকৃত খালগুলো ধারণ করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।
প্রকল্পের কর্মকান্ডের উপর কৃষিবিদ ড. নাজমুন নাহার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লাভলী খাতুন বলেন, এখনই বিল থেকে পানি অপসারণ করা না গেলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন হুমকির মধ্যে পড়বে। তিনি বলেন,এলাকার কৃষকরা নিজস্ব প্রচেষ্টায় পানি অপসারণ করে বোরো আবাদ করছেন। তবে জলাবদ্ধ সমস্যাটি দীর্ঘায়িত হলে অভয়নগরের কৃষি হুমাকির মধ্যে পড়ে যাবে।
সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফারুক বলেন, সরকারী খাল খননে খাল পুনরুদ্ধারে ভূমি অফিসের সহযোগিতায় কোন ঘাটতি থাকবে না। তবে সঠিকভাবে খালের এলাকা নির্ধারণে সরকারী সার্ভেয়ার দিয়ে মাফ দেয়ার জন্য আহবান জানান।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে খাল খননের গুরুত্ব ও চ্যালেঞ্জ নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ রুবেল আলী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৈয়বুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদুল আলা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যানদের পক্ষে আব্দুল মান্নান, জহুরুল ইসলাম ও শেখ আবুল কাশেম প্রমুখ।
কৃষিবিদ ড. ফেরদৌস মাইক্রো-ওয়াটারসেডের সুশাসন বিষয়ে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা এবং সেচের পানির নায্যতা বিষয়ে বাংলাদেশ সরকারের আইন ও নির্দেশনা কর্মশালায় অবহিত করেন।
অভয়নগর উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, মাইক্রো-ওয়াটারসেডের নির্বাহী কমিটির কৃষক প্রতিনিধিগন ও সলিডারিডাডের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, সুকুমার রায়, জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়াটার ক্লাস্টার অফিসার আব্দুল মান্নান, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর জান্নাত আরা, ইমরুল হোসাইন, হাফিজুর রহমান ও রাসেল হোসেন কর্মশালায় উপস্থিত ছিলেন।