মোঃ গোলাম আরিফ: আমাদের দেশের কৃষি আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনশীল পরিস্থিতিতে চাহিদা ভিত্তিক ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও শস্যের বহুমূখীকরণ করা অনেক চ্যালেঞ্জ। এজন্য যে সকল এলাকায় যে ফসল বেশি ফলন দেয় এবং উপযোগী আবহাওয়া বিরাজমান সেসব এলাকায় ঐ সকল ফসল আবাদের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। বিদ্যমান শস্যবিন্যাসে এ ফসল এবং প্রযুক্তিগুলো অন্তর্ভূক্তিকরণ করতে হবে।
বগুড়ায় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্প (এসএসিপি-রেইনস) এর বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, বনানী, বগুড়া-এর সম্মেলন কক্ষে বুধবার (০৮ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি আরো বলেন, উৎপাদিত পণ্যের সংরক্ষণ ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে কৃষকের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন হয়।
কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত পরিচালক(ভারপ্রাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ শওকত ওসমান, পরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা; কৃষিবিদ মোঃ সাইফুল আজম খান, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা; কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনা; কৃষিবিদ মোঃ মতলুবর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বগুড়া।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম, বার্ষিক তদারক ও পর্যালোচনা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন প্রকল্পভূক্ত উপজেলার উপজেলা কৃষি অফিসারবৃন্দ। এসময় কার্যক্রমের পর্যালোচনা ও মুক্ত আলোচনায় করা হয়।
কর্মশালায় প্রকল্পভূক্ত বগুড়া ও পাবনা জেলা/উপজেলা’র কৃষি অফিসারবৃন্দ, উপসহকারী কৃষি অফিসার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিপনন অধিদপ্তর, সফল কৃষি উদ্যোক্তা, প্রকল্পের কর্মকর্তাসহ ১২০ জন উপস্থিত ছিলেন।