এগ্রিলাইফ২৪ ডটকম: নড়াইলের কলোড়া ইউনিয়নের মহাশশ্বান পুকুর (রিজার্ভার) পুনঃখনন উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান-এ কার্যক্রমের করেন। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে চলমান সফল ফর আইডব্লিউআরএম প্রকল্পের আওতাধীন নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুশুড়িয়া গ্রামে মহাশশ্বান পুকুর (রিজার্ভার) পুনঃখনন উদ্বোধন করা হয়েছে।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোর অঞ্চলের ম্যানেজার-রিজেনারেটিভ এগ্রিকালচার কৃষিবিদ ড. নাজমুন নাহার ইতিমধ্যে প্রকল্পের সম্পাদিত ও চলমান কার্যক্রমের উপর বক্তব্য প্রদান করেন। প্রকল্পের শেষ পর্যায়ে প্রকল্পের কর্ম এলাকায় কি ধরণের পরিবর্তন আশা করা যায় তাও বর্ণনা করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, রিজার্ভার পুনঃখননের কারণে এলাকায় অগভীর নলখূপের ব্যবহার কমবে। রিজার্ভারে বর্ষার পানি জমা হবে এবং ভূগভীরস্থ পানির উত্তোলন কমে যাবে যা পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তিনি কমিউনিটির নিজ উদ্যোগে রিজার্ভারের রক্ষনাবেক্ষণ নিশ্চিত করতে উপকারভোগীদের অনুরোধ করেন। জেলা প্রশাসক সলিডারিডাড ও জাগরণী চক্র ফাউন্ডেশনের গৃহীত এ ধরনের উন্নয়নমূলক কাজের সাথে সরকারি প্রতিষ্ঠান সমুহের সমন্বয়ের ওপর গুরুতআরোপ করেন।
ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর বন্দনা রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান আলোচনায় অংশগ্রহন করেন।
লিংকন বিশ্বাস তার বক্তব্যে বলেন, দক্ষভাবে রিজার্ভারের পানি ব্যবহারের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য রিজার্ভার পরিচালনা কমিটির সদস্যদের সচেতন থাকার জন্য অনুরোধ করেন।
সঞ্চিতা বিশ্বাস তার বক্তব্যে এ ধরনের উন্নয়নমূলক কাজে কমিউনিটির অংশগ্রহণের ওপর জোর দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
কৃষিবিদ মো: রোকনুজ্জামান বলেন, কৃষি কাজে প্রয়োজনীয় উপকরণের মধ্যে গুরুত্বপূর্ণ হলো স্বাদু পানি। রিজার্ভার পুনঃ খননের ফলে শুষ্ক মৌসুমে স্বাদু পানির প্রাপ্যতা নিশ্চিত হবে। রিজার্ভারের ভূপরিস্থ পানি ব্যবহারে সেচ খরচ কম হবে এবং অগভীর ও গভীর নলকূপের ব্যবহার কমে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ ডা: মো: রোকনুজ্জামান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো: রায়হানুল ইসলাম চৌধুরী,সফল ফর আইডব্লিউআরএম প্রকল্পের জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো: রুবেল আলী, এরিয়া ম্যানেজার চিত্ত রঞ্জন রায়, ওয়াটার ক্লাস্টার অফিসার মোঃ নাদিম হোসেন, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর মোঃ জাহিদুর রহমান, মোঃ হাদিউজ্জামান, মোঃ আশিকুজ্জামান, মোঃ নজরুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ওয়ার্ডের সদস্য, রিজার্ভারের নির্বাহী কমিটির সদস্যগন ও রিজার্ভার সংশ্লিষ্ট উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।