অসৎ পন্থায় অর্থ সম্পদ উপার্জন ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ

ইসলামিক ডেস্ক: ইসলামে অবৈধ উপার্জনকে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন একাধিক সূরায় অবৈধভাবে সম্পদ উপার্জনের ব্যাপারে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছেন। প্রত্যেক মুমিন মুসলমানের এ ব্যাপারে প্রতিটি নির্দেশ মেনে চলা অবশ্য কর্তব্য। হাদিসে এসেছে যে ব্যক্তি অসৎ পন্থায় অর্থ সম্পদ উপার্জন করে মনে হচ্ছে সে অনেক খাচ্ছে; কিন্তু সে পরিতৃপ্ত হতে পারছে না। (মুসলিম, হাদিস : ২৩১১)।

অসৎ উপার্জন বর্জনের পাশাপাশি সৎ পথে হালাল আয়-রুজি করার ব্যাপারে ইসলামে তাগিদ দেওয়া হয়েছে। সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে এ বিষয়ে বলা হয়েছে, “হে মানবকুল! তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু ভোগ করো।”

অপর একটি সূরা মুমিনুনের ৫১ নম্বর আয়াতে বলা হচ্ছে, “হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকর্ম করো। তোমরা যা করো, সে বিষয়ে আমি জানি।”

সুতরাং নামাজ-রোজা, হজ-যাকাতের মতো হালাল বা সৎ পথে উপার্জন করাটাও অবশ্য পালনীয় কর্তব্য। আসুন আমরা হালাল উপায়ে উপাজন করি এবং ইহকাল ও পরকালের কথা চিন্তা করে অন্যদেরকেও হালাল উপায়ে উপার্জন করতে উৎসাহিত করি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের সকলের বৈধ পথে উপার্জনে অশেষ রহমত ও বরকত নাযিল করবেন।-আমিন