এগ্রিলাইফ প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের পথ চলার এক যুগপূর্তি উপলক্ষে আগামী ২৯ ও ৩০ এপ্রিল আয়োজিত হতে যাচ্ছে দেশের মৎস্য খাতের অন্যতম বৃহৎ আয়োজন “সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫”। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে দেশ-বিদেশের আগ্রহ ও উৎসাহের ঢল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মাসুমা হাবিব, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
উল্লেখযোগ্য এ আয়োজনে থাকছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন, প্রোডাক্ট ও ইনোভেশন শোকেসিং, এবং চাকুরী মেলা। আয়োজনটিতে অংশগ্রহণ করবে শতাধিক প্রতিষ্ঠান ও সহশ্রাধিক প্রতিনিধি, যার মধ্যে থাকবেন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা, ভোক্তা ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপিত হবে ৩৫০টি গবেষণা প্রবন্ধ। দেশ-বিদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় ও ২টি গবেষণা প্রতিষ্ঠান থেকে আসবেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. মো: আব্দুল ওহাব।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ৬১টি কোম্পানির ১৫৮ জন প্রতিনিধি সুসজ্জিত স্টলে প্রদর্শন করবেন তাদের পণ্য, সেবা ও উদ্ভাবন। পাশাপাশি, চাকুরী প্রত্যাশীদের জন্যও থাকছে সুযোগ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলো জীবনবৃত্তান্ত সংগ্রহ করবে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে।
সমগ্র আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবেন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, উপাচার্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিবিদ্যালয়।
সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫” শুধু একটি উৎসব নয়, বরং এটি দেশের মৎস্য খাতকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার একটি বৃহৎ প্ল্যাটফর্ম। গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনের এক অনন্য সুযোগ হয়ে উঠতে যাচ্ছে এই আয়োজন।