মৎস্য ক্যাডারের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে সিভাসুতে মানববন্ধন

এগ্রিলাইফ২৪ ডটকম: দীর্ঘদিন ধরে আটকে থাকা মৎস্য ক্যাডারের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম (৩৯৫ পদ) বাস্তবায়নের উদ্দেশ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকল বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ শিক্ষার্থী একই সময়ে, একই ব্যানারে, একই দাবিতে মাঠে নেমেছে আজ।

উক্ত দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত 'চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালের (সিভাসু) শিক্ষক, শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা দুপুর ১২টায় মেইন গেইটের সামনে চট্টগ্রাম মহাসড়ক রোডে আয়োজিত হয় এই মানববন্ধন।

মানববন্ধনে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষিকা 'নাঈমা ফেরদৌসী হক বলেন "মাৎস্যবিজ্ঞানে প্রতিবছর হাজার হাজার গ্র্যাজুয়েট তৈরী হচ্ছে তারা এই খাতকে এগিয়ে নিতে বদ্ধ পরিকর। এই সেক্টরেরকে ফিশারীজ গ্র্যাজুয়েটরাই বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন সময়ের দাবি"।

উক্ত মানববন্ধনে ফিশ বায়োলজি এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষক 'প্রফেসর ড. মহিউদ্দিন জাহাঙ্গীর' বলেন "প্রত্যেক উপজেলায় প্রাণীসম্পদ সংক্রান্ত পদ আছে তিনটি, কিন্তু উপজেলায় ফিশারিজ রিলেটেড পদ আছে মাত্র একটি। অতি দ্রুত ফিশারীজ সংক্রান্ত পোস্ট প্রাণীসম্পদ সংক্রান্ত পদের সমান করতে হবে এবং ২০১৫ সালের প্রস্তাবিত ৩৯৫ টি পদের অর্গানোগ্রাম দিতে হবে"।

মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শেখ আহমেদ আল নাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন "ফিশারিজ অনুষদের অধিকার রক্ষায় ২০০০ সাল থেকে আমরা আন্দোলনে করে আসছি। বর্তমানেও শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে সমর্থন জানাচ্ছি। ২০১৫ সালে প্রস্তাবিত ৩৯৫ টি মৎস্য ক্যাডার পদের অর্গানোগ্রাম, দশম গ্রেডে উপজেলা সহকারী মৎস্য অফিসার পদে নিয়োগের সুযোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তা অতি দ্রুত বাস্তবায়ন করবে বলে আমরা আশাবাদী।