সফলভাবে অনুষ্ঠিত হলো হেলথকেয়ার ফরমুলেশন লি: (এ্যানিমাল হেলথ ডিভিশন)-এর এ্যানুয়াল বিজনেস স্ট্র্যাটেজি কনফারেন্স–২০২৫

বিজনেস প্রতিবেদক: দেশের পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতের টেকসই উন্নয়ন এবং আধুনিক প্রাণিসেবার অঙ্গীকারকে সামনে রেখে হেলথকেয়ার ফরমুলেশন লি: (হেলথকেয়ার এ্যানিমাল হেলথ) সম্প্রতি কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজন করে এ্যানুয়াল বিজনেস স্ট্র্যাটেজি কনফারেন্স–২০২৫। ১৪ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত এ সম্মেলনে কোম্পানির সেলস, মার্কেটিং, প্রোডাকশন ও ম্যানেজমেন্ট টিমের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন সেলস প্রমোশন অফিসার হাফেজ আজিজুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য এবং ২০২৬ সালের সেলস অপারেশন পরিকল্পনা তুলে ধরেন ডা. মো. ইলিয়াস হোসেন, হেড অফ সেলস, হেলথকেয়ার এ্যানিমাল হেলথ। তিনি মাঠপর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক, খামারিবান্ধব সেবা এবং টেকসই প্রবৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।

মার্কেটিং স্ট্র্যাটেজি ও ২০২৬ সালের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন ডা. মো. নিজাম উদ্দিন আখন্দ (রনি), হেড অফ মার্কেটিং, হেলথকেয়ার এ্যানিমাল হেলথ। তিনি বাজার বিশ্লেষণ, ব্র্যান্ড শক্তিশালীকরণ এবং খামারিদের আস্থাকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি হেলথকেয়ার ফরমুলেশন লি: ফ্যাক্টরীর উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন Md. Mukarim kamran, ফ্যাক্টরীর Site Head, যা উপস্থিত সবাইকে কোম্পানির উৎপাদন শক্তি সম্পর্কে আশাবাদী করে তোলে।

পোর্টফোলিও এনালাইসিস ও ২০২৬ সালের প্রমোশনাল পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন ডা. মো. রুহুল আমিন, কৃষিবিদ মো. মাহবুবুর রহমান, মো. ওয়াসিফউজ্জামান চৌধুরী, ডা. হাসিবুর রহমান এবং ডা. মো. সাকিব সাদিক। তাদের উপস্থাপনায় পণ্যের বৈচিত্র্য, গুণগত মান ও খামারিভিত্তিক সমাধানের স্পষ্ট প্রতিফলন দেখা যায়।

সম্মেলনে হেলথকেয়ার এ্যানিমাল হেলথ-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন নাইম মোহাম্মদ জুনায়েদ, ডিরেক্টর, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ। ২০২৫ সালের ব্যবসায়িক সফলতা ও ২০২৬ সালের দিকনির্দেশনা তুলে ধরেন এম হাসান মুর্তজা, চীফ অপারেটিং অফিসার, হেলথকেয়ার ফরমুলেশন লি। তিনি টিমওয়ার্ক, ইনোভেশন এবং খামারিদের আস্থাকে কোম্পানির মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।

সবশেষে হেলথকেয়ার ফরমুলেশন লি:-এর ম্যানেজিং ডিরেক্টর মো. হালিমুজ্জামান তার অনুপ্রেরণামূলক বক্তব্যে কোম্পানির পথচলা, স্বপ্নদর্শী পরিকল্পনা ও দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে ২০২৫ সালের সেলস ও মার্কেটিং টিমের সেরা অর্জনকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

পরিশেষে এম হাসান মুর্তজা-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। খামারিবান্ধব পণ্য ও সেবার মাধ্যমে দেশের পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতের উন্নয়নে হেলথকেয়ার ফরমুলেশন লি: (হেলথকেয়ার এ্যানিমাল হেলথ) যে দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে, এ সম্মেলন তারই শক্তিশালী প্রমাণ যা খামারি, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, পরিবেশক ও শুভানুধ্যায়ী সকলকে সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন সংশ্লিস্ট সকলে।