
এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ১১৮ টি পরিবারের মাঝে আজ বুধবার (১২ নভেম্বর) ছাগল ও ছাগলের গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নাহিদ আরজুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আবু জাফর মোঃ ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিয়া ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
























