ইসলামিক ডেস্ক: ইসলাম এক অনন্য সম্প্রীতির ধর্ম যা চির কল্যাণকর। মানবসমাজে শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে এ বিষয়টির গুরুত্ব আমরা ব্যাপকভাবে বুঝতে পারছি। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নানা অপচেষ্টার মধ্যেও সকল জাতিগোষ্ঠী ও ধর্মমতের অনুসারীরা পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে একত্রে বসবাস করছি। আর এটাই হচ্ছে ইসলামে এক অনুপম সৌন্দর্য।
সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে সমাজে শান্তিশৃঙ্খলা বিনষ্ট হয়। সাম্প্রদায়িক বিদ্বেষ দাঙ্গায় রূপ নেয়। যার ফলে সংঘাতের সূত্রপাত ঘটায়। কাজেই সমাজে সাম্প্রদায়িকতার নামে যারা বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সাম্প্রদায়িকতার নামে যারা বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, যারা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে এবং সাম্প্রদায়িকতার জন্য জীবন উৎসর্গ করে তারা আমাদের সমাজভুক্ত নয় (আবু দাউদ)।’
ইসলাম এতটাই উদার ধর্ম যে এখানে অমুসলিমদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার তাগিদ দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম এতই সোচ্চার, রাসূল (সা.) নিজেদের জানমালের পাশাপাশি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায়ের জানমাল রক্ষায় সচেষ্ট থাকার জন্যও মুসলমানদের প্রতি তাগিদ দিয়েছেন।
মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে প্রকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন।-আমিন।