ইসলামিক ডেস্ক: আজ শুক্রবার, পবিত্র মাহে রমজানের প্রথম জুমা। ইতোমধ্যেই রমজানের পাঁচটি দিন অতিবাহিত হয়েছে, আমরা আছি রহমতের দশকে। এই বরকতময় সময়ে বেশি বেশি ইবাদত করা, জাকাত ও দান-খয়রাত দেওয়া, গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
বিশেষ করে এতিম, দুস্থ আত্মীয় ও প্রতিবেশীদের সহায়তায় এগিয়ে আসা এই পবিত্র মাসের অন্যতম শিক্ষার অংশ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত ও তাকওয়া অর্জনের তাওফিক দান করুন। আমিন।