রমজানের শিক্ষায় গড়ে উঠুক শান্তিময় সমাজ

ইসলামিক ডেস্ক: মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। আজ ১১ মার্চ রোজ মঙ্গলবার ১০ রমজান, রহমতের দশকের শেষ দিন। ইতোমধ্যে আমরা তারাবিহ নামাজ আদায় করেছি, ইনশাআল্লাহ সেহরি খেয়ে ১০ রোজা পূর্ণ করব। কিন্তু প্রশ্ন থেকে যায় এই রমজান আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছে?

বর্তমানে সমাজে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। খুন, ধর্ষণ, চুরি, দুর্নীতির মতো অপরাধ রমজান মাসেও থেমে নেই। অথচ এই মাস আত্মশুদ্ধির, সংযমের, পরোপকারের শিক্ষা দেয়। তাহলে এই শিক্ষাগুলো আমাদের জীবনে কতটা প্রতিফলিত হচ্ছে? বৃহত্তর মুসলিম অধ্যুষিত এই দেশে মাহে রমজানের পবিত্রতা ও তাকওয়ার শিক্ষা যদি সমাজে প্রতিফলিত না হয়, তবে আমাদের রোজা ও ইবাদতের উদ্দেশ্য কতটা সফল?

রমজানের প্রকৃত শিক্ষা হলো তাকওয়া অর্জন করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা এবং মানবিক গুণাবলি বৃদ্ধি করা। তাই আমাদের উচিত, ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত রমজানের মূল শিক্ষা বাস্তবায়ন করা। সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে হলে নিজেদের চরিত্র গঠন, অপরাধ থেকে দূরে থাকা এবং পরস্পর সহযোগিতার মনোভাব গড়ে তোলা জরুরি। তাহলেই আমরা সত্যিকারের রমজানের ফজিলত অর্জন করতে পারব এবং সমাজে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হব।

মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের প্রকৃত শিক্ষায় জীবনকে গড়ে তোলার তাওফিক দিন।-আমিন।