ইসলামিক ডেস্ক: দেখতে দেখতে রহমত, বরকত ও নাজাতের মাস মাহে রমজান শেষ হতে চলেছে। আজ ২০ রমজান পবিত্র জুম্মাবার, এক মহিমান্বিত দিন, যেখানে মুমিন মুসলমানেরা মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা ও কল্যাণের জন্য প্রার্থনায় মগ্ন থাকবেন।
মুসলিম উম্মাহর জন্য রমজানের শিক্ষা হলো আত্মশুদ্ধি, ইবাদত ও পরস্পরের কল্যাণ কামনা। এই পবিত্র দিনে আমরা সবাই মিলে আমাদের পূর্বের পাপ ও অপরাধের জন্য মহান আল্লাহর দরবারে তওবা করব। আমাদের দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য দোয়া করব।
বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্যও আমাদের দোয়া করা উচিত। বিশেষত, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নিরপরাধ শিশু, বৃদ্ধ ও নারীদের ওপর চলমান বর্বর হামলার বিরুদ্ধে আমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। হে মহান রব, মুসলিম উম্মাহকে রক্ষা করুন, জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসাকে নিরাপদ রাখুন, এবং বিশ্বব্যাপী মুসলমানদের শান্তি ও নিরাপত্তা দান করুন। -আমিন।