ইসলামিক ডেস্ক: আজ পবিত্র লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও অধিক মর্যাদাপূর্ণ এক রজনী। এই মহিমান্বিত রাতে মুমিন মুসলমানগণ আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও রহমতের আশায় রাত জেগে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।
এ বছর লাইলাতুল কদরের সঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে মিলিত হয়েছে জুমাবার ও জমাতুল বিদা। ২৭ রমজানের এই পবিত্র দিনে মসজিদগুলোতে থাকবে মুসল্লিদের ঢল। বিশেষ করে জুমার নামাজ ও বিদায়ী রমজানের বিশেষ দোয়া-মোনাজাতে মুমিনগণ দেশ, জাতি ও বিশ্বের নিপীড়িত মুসলিম সম্প্রদায়ের জন্য শান্তি ও মুক্তি কামনা করবেন।
বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমান, বিশেষ করে ফিলিস্তিন, কাশ্মীর ও অন্যান্য অঞ্চলের জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। আল্লাহ তায়ালা যেন মুসলিম উম্মাহকে একতা ও শান্তির পথে পরিচালিত করেন, সে দোয়াই থাকবে সকলের কণ্ঠে।
আসুন, আমরা এই রাতের পূর্ণ ফজিলত অর্জনের জন্য অন্তর থেকে ইবাদত করি এবং আল্লাহর রহমত ও মাগফিরাতের আশায় দ্বীনদার জীবন যাপনের প্রতিজ্ঞা করি। মহান রব আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত ও রহমত দান করুন—আমিন।