
রাজধানী প্রতিনিধি: রাজধানীর মহাখালী এসকেএস টাওয়ারস্থ আমানা ফুড ভিলে গতকাল শনিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হলো এসএমএস ফিডস্ লিমিটেডের বাৎসরিক পরিকল্পনা ও বাজেট মিটিং-২০২৬। বেশ গুরুত্বের সাথে আয়োজিত এই সভায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, বাজার সম্প্রসারণ, এবং কর্মীদের মনোবল বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মোশাররফ হোসেন, চেয়ারম্যান, এসএমএস ফিডস্ লি:। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খসরু, পরিচালক এবং সিওও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহীল মামুন, জিএম হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হালিম (ডিজিএম) এবং দীপক চন্দ্র পাল (ডিজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং)।
মিটিংয়ে সারা দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় অর্ধশতাধিক মার্কেটিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যে মাঠপর্যায়ের মার্কেটিং টিমকে আরও উৎসাহিত হয়ে কাজ করার আহ্বান জানান। কোম্পানির মানসম্মত পণ্য, খামারীদের লাভজনক উৎপাদনে ফিডের কার্যকারিতা এবং এসএমএস ফিডস্-এর ব্র্যান্ড শক্তি আরও কীভাবে বাড়ানো যায় এসব বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করা হয়।
দেশের মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতে সুপরিচিত ব্র্যান্ড এসএমএস ফিডস্ লিমিটেড দীর্ঘদিন ধরে খামারীদের আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের উৎপাদিত উচ্চমানের ফিড খামারিদের লাভজনক খামার গড়ে তুলতে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ মিটিংয়ের মাধ্যমে ২০২৬ সালের লক্ষ্যমাত্রা আরও সুসংহত হলো, যা প্রতিষ্ঠানটির বাজার বিস্তারে নতুন গতি যোগ করবে বলে আশা করেন বিপনণ বিভাগের কর্মকর্তারা।
























