বগুড়ার শেরপুরে এসিআই এনিমেল জেনেটিক্সের ফ্রী ভেটেরিনারি হেলথ ক্যাম্প ও বাছুর প্রদর্শন অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: বগুড়ার শেরপুরে আজ (১৯ জানুয়ারি ২০২৫, রোববার) এসিআই এনিমেল জেনেটিক্সের উদ্যোগে ফ্রী ভেটেরিনারি হেলথ ক্যাম্প ও বাছুর প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ উন্নয়নে কোম্পানিটির উল্লেখযোগ্য কার্যক্রমের ধারাবাহিকতায় এ আয়োজন স্থানীয় খামারিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ নিয়ায কাজমীর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শেরপুর, বগুড়া। বিশেষ অতিথি ছিলেন ডা. মোছা: মোকরেমা আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, শেরপুর, বগুড়া।

বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, চীফ এডভাইজার, এসিআই এনিমেল হেলথ এবং ডা. অরবিন্দ কুমার সাহা, চীফ এডভাইজার, এসিআই এনিমেল জেনেটিক্স। সভাপতিত্ব করেন মোঃ মোজাফ্ফর উদ্দিন আহমেদ, বিজনেস ডিরেক্টর, এসিআই এনিমেল জেনেটিক্স।

ক্যাম্পে স্থানীয় খামারিদের গবাদিপশুর স্বাস্থ্য পরামর্শ, চিকিৎসা এবং বাছুরের মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষজ্ঞরা গবাদিপশুর যত্ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধের আধুনিক প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেন।

উপস্থিত অতিথিরা এসিআই এনিমেল জেনেটিক্সের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এটি প্রান্তিক খামারিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. মোঃ নিয়ায কাজমীর রহমান বলেন, “এসিআই এনিমেল জেনেটিক্সের এমন উদ্যোগ প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মাইলফলক সৃষ্টি করবে। স্থানীয় খামারিদের জন্য এটি বড় সুযোগ।”

ডা. হীরেশ রঞ্জন ভৌমিক উল্লেখ করেন, “খামারিদের কাছে অত্যাধুনিক সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। এসিআই এনিমেল জেনেটিক্স এ লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে।”

এ আয়োজনে স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ক্যাম্পের কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং এসিআই এনিমেল জেনেটিক্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসিআই এনিমেল জেনেটিক্স প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছে আরও উন্নত প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের পাশাপাশি এ ধরনের উদ্যোগ প্রাণিজ আমিষ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসিআই এনিমেল জেনেটিক্স-এর এমন কার্যক্রম দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা।