"ডিজি চিকস্ সাফল্য নিশ্চিত, ডিজি ফিড আস্থার প্রতীক"

এগ্রিলাইফ২৪ ডটকম: "ডিজি চিকস্ সাফল্য নিশ্চিত ডিজি ফিড, আস্থার প্রতীক" এ শ্লোগানকে বুকে ধারন করে ময়মনসিংহে "পেকিন জাতের হাঁসের টেকসই খামার উন্নয়ন ও বাজারজাতকরণ" শীর্ষক এক টেকনিক্যাল সেমিনার-২০২৫-এর আয়োজন করলো ঢাকা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা ডাকস্ এন্ড হ্যাচারি লিমিটেড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ময়মনসিংহ ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদিয়া সাবা, চেয়ারপার্সন, ঢাকা গ্রুপ।

মঙ্গলবার (২১ জানুয়ারী) ময়মনসিংহের এক অভিজাত রেষ্টুরেন্টে স্থানীয় পর্যায়ে প্রায় ২৫০ জন হাঁসের খামারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: তানভীন সুলতানা (লিপি) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সদর, ময়মনসিংহ, ডাঃ শাহাদত হোসেন মহা ব্যবস্থাপক, (ফার্ম ও হ্যাচারী), ঢাকা গ্রুপ এবং জনাব সাইফুল্লাহ মাহমুদ দুলাল উপ মহা ব্যবস্থাপক, ঢাকা গ্রুপ। স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ ওবায়দুল হক ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণণ), ঢাকা গ্রুপ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ এস.এম আব্দুল হাকিম ব্যবস্থাপক ও সমন্বয়ক (কারিগরি), ঢাকা গ্রুপ । তিনি বলেন, বিশ্বসেরা পেকিন জাতের একদিন বয়সী হাঁসের বাচ্চা উৎপাদন ও বাজারজাত করছে। ফ্রান্সের বিখ্যাত হাঁসের জিপি ফার্ম ওভিয়া থেকে উন্নতমানের বিশ্বসেরা পেকিন জাতের প্যারেন্ট স্টকের একমাত্র আমদানিকারক ঢাকা ডাকস্ এন্ড হ্যাচারি লিমিটেড।

বিশিষজ্ঞ বক্তারা বলেন, পেকিন জাতের হাঁস দেখতে সাদা ও চকচকে, মুরগির মতো শেডে পালন করা যায়, সেক্ষেত্রে সাঁতার কাটার জন্য পানির প্রয়োজন নেই; পুকুরেও পালন করা যায়। এছাড়া চামড়া হলুদ, দেখতে সুন্দর এবং মাংস খুব সুস্বাদু। মাত্র ৪২ দিনে সর্বোচ্চ গড় ওজন ৩.৫ কেজি পাশাপাশি খাদ্য রূপান্তরের হার অনেক কম । ৪২ দিন বয়সে খাদ্য রূপান্তর হার ১.৮২। মৃত্যু হার ১ শতাংশের চেয়েও কম।

অর্থনৈতিক উন্নয়নে দেশের কল্যানে কাজ করছে ঢাকা গ্রুপ। উন্নতমানের ফিড ও একদিন বয়সী বাচ্চা সরবরাহ করে প্রান্তিক পর্যায়ের খামারীদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া একদল দক্ষ কারিগরি বিশেষজ্ঞ সমন্বয়ে পরিচালিত চৌকষ টিম মাঠ পর্যায়ে খামারীদের কারিগরী সেবা নিশ্চিত করছে। তাদের এ ধরনের কার্যক্রম এ এলাকার খামারীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। উপস্থিত খামারীরা ঢাকা গ্রুপ-এর এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতায় বজায় রেখে প্রান্তিক খামারীদের স্বার্থ রক্ষার বিনীত অনুরোধ জানান।