এগ্রিলাইফ২৪ ডটকম: আজ সোমবার (২৭ জানুয়ারী) বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বুড়িরখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। এর ফলে ৭৮০ মিটার * ৭ মিটার * ৩ মিটার বুড়িরখালের উভয় পাশে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ কর্তৃক সংগঠিত ১৭ টি পানি ব্যবহারকারী দলের ১৫১৭ কৃষক পরিবার উপকৃত হবেন। প্রধান অতিথি তাপস পাল এলাকাবাসীকে সরকারী ও বেসরকারী সেবা গ্রহণে উৎসাহ সহকারে অংশগ্রহণের জন্য আহবান জানান।
তিনি আরো খাল পুনঃখনন কার্যক্রমে প্রশাসনের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বক্তব্যের শেষে কোদাল দিয়ে মাটি কেটে পুবঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। কৃষকদের পক্ষে সামছুল হক বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খালটি খনন করা হয়। তারপরে ৫০ বছর পর বুড়িরখাল পুনঃখনন করার পরিকল্পনা করায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়াকে ধন্যবাদ।
বুড়িরখাল মাইক্রো-ওয়াটারসেড কমিটির সভাপতি শেখ জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কৃষিবিদ আহমেদ ইকবাল ও উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সোহেল পারভেজ।
উপজেলা কৃষি অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার খালটি খননের পর পানির প্রবাহ যাতে বাঁধাগ্রস্থ না হয় সেজন্য খালটি পরিস্কার -পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস এর সঞ্চালনায় উদ্বোধনী সভায় সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের খুলনা অঞ্চলের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নূরুল ইসলাম রেজা প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।
অন্যান্যদের মধ্যে সলিডারিডাড এর প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান ও অবঃ শিক্ষক জিতেন্দ্র নাথ আলোচনায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সলিডারিডাড ও উত্তরণ চিতলমারী উপজেলায় ১০ টি খাল পুনঃখনন ও ৩ টি পানির আধার তৈরির পরিকল্পনা করেছে এবং ইতিমধ্যে ৫টি খাল পুনঃখনন সম্পন্ন হয়েছে। পুনঃখননকৃত খাল এলাকার কৃষকরা পানি নিষ্কাশন ও পানি সেচের সুবিধা পেতে শুরু করেছে।
সভায় উত্তরণের চিতলমারী উপজেলার ওয়াটার ক্লাস্টার অফিসার তন্দ্রা মন্ডল, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর সঞ্জয় মন্ডল, খাদিজা খাতুন, আশুতোষ মন্ডল ও দীপংকর বিশ্বাস উপস্থিত ছিলেন।