"পোল্ট্রি ওয়েলফেয়ার"-এর বিষয়গুলি নিয়ে গভীরভাবে ভাবতে হবে পোল্ট্রি বিজ্ঞানী ও গবেষকদের

রাজধানী প্রতিবেদক: প্রাণিকূলের সুস্থতাই মানব স্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার চাবিকাঠি। অ্যানিমেল হেলথ শিল্পের উন্নয়নের মাধ্যমে আমরা কেবল প্রাণীদের জীবন উন্নতই করি না, বরং খাদ্য নিরাপত্তা, রোগ নিয়ন্ত্রণ এবং টেকসই ভবিষ্যৎও নিশ্চিত করি। তাই প্রাণীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় এ্যভন এনিমেল হেলথ্ এর সিইও জনাব এ কে এম সাঈদ সারোয়ার (লিটু) আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পোল্ট্রি ওয়েলফেয়ার-এর বিষয়টি গুরত্বপূর্ণ কারণ এটি শুধু প্রাণীর কল্যাণের জন্যই নয়, বরং কৃষি শিল্প এবং মানুষের খাদ্য নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। তাই পোল্ট্রি ওয়েলফেয়ার-এর বিষয়গুলি গভীরভাবে ভাবতে হবে পোল্ট্রি বিজ্ঞানী ও গবেষকদের।

এবারের মেলায় এ্যভন এনিমেল হেলথ্ পোল্ট্রির স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, এবং উৎপাদন দক্ষতা সম্পর্কিত বিভিন্ন পণ্য ও পরিষেবা সম্পর্কে অবহিত করবে। এই মেলা পোল্ট্রি শিল্পের সাথে জড়িত পেশাদার এবং উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ করে দিবে বলে আশা প্রকাশ করেন জনাব সাঈদ সারোয়ার (লিটু)।

মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে এ্যভন এনিমেল হেলথ্। ২১ টি স্টলের সমন্বয়ে ( হল: B, ১১৮-১২৬ এবং ১৪৫-১৫৬) ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় সকলকে আমন্ত্রন জানিয়েছে এ্যভন এনিমেল হেলথ্ ।