শুভরাড়া ইউনিয়নে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: যশোর জেলার অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২৬ ফেব্রুয়ারী, (বুধবার) শুভরাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের মেম্বরগন উপস্থিত ছিলেন।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কোয়ার্টারলি সভায় ঢালি মাইক্রো-ওয়াটারসেড নির্বাহী কমিটির সভাপতি কবির হোসেন ও মোড়লের মাইক্রো-ওয়াটারসেড কমিটির সভাপতির নেতৃত্বে মনোনীত ৪ জন কৃষক অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণ করে ঢালি মাইক্রো-ওয়াটারসেডের সভাপতি বলেন, বিলের উৎপাদিত ধান ফসল নৌকা ব্যবহার করেই ডাঙ্গায় নিয়ে আসা হয়। কিন্তু পুনঃখনন করা খালের প্রবেশ মুখে পলি জমে নৌকা চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পলি অপসারণে চেয়ারম্যান জহুরুল হকের দৃষ্টি আকর্ষন করেন।

প্রস্তাবিত মোড়লের খালের সভাপতি মোঃ জালাল মোড়ল বলেন, যতশীঘ্রই পারা যায় সরকারি রেকর্ডিয় স্থান অনুযায়ী মোড়লের খাল পুনঃখনন কাজ সম্পন্ন করতে হবে। খাল পুনঃখননে স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি বলেন, খালটি খনন হলে স্থানীয় পানি ব্যবহারকারী দলের সদস্যরা উপকৃত হবেন। মাইক্রো-ওয়াটারসেডের মনোনীত সদস্যরা খালের পানির প্রবাহ ঠিক রাখার জন্য নিজেদের উদ্যোগে খাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখছেন বলে অঙ্গিকার করেন। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম পানি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ওয়ার্ড ও ইউনিয়ন সমন্বিত পানি ব্যবস্থাপনা কমিটির কার্যবিধি সকলকে অবহিত করেন। কৃষিবিদ মনির, ইউনিয়ন পরিষদের সকল মেম্বরকে ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির প্রজ্ঞাপন বিতরণ করেন যাতে ইউনিয়ন পরিষদের সকল সদস্য বিষয়টি সম্পর্কে ব্যাপক অবহিত হতে পারেন।

জাগরণী চক্র ফাউন্ডেশনের সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ রুবেল আলী আলোচনায় অংশ নিয়ে বলেন, খাল পুনঃখননের পাশাপাশি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি সমুহ এলাকার কৃষকদের চাহিদা মোতাবেক অবহিত করা প্রকল্পের একটি বিশেষ কাজ। তিনি ইউপি মেম্বর ও কৃষকদের কৃষি প্রযুক্তি জেনে নিজ জমিতে প্রয়োগের আহবান করেন। এজন্য জাগরণী চ্ক্র ফাউন্ডেশন সব সময় কৃষকদের পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, রাজকীয় নেদারল্যান্ডস্ দূতাবাসের অর্থায়নে পরিচালিত সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শুভরাড়া ইউনিয়নে ২টি খাল পুনঃখনন করা হবে। ইতিমধ্যে ১টি খাল ও ১টি পানির আঁধার খনন করা হয়েছে। এসব খালের কার্যক্রম ভবিষ্যতে যাতে খালের উপকারভোগীরা ধারণ করেন সেকারণে পানি ব্যবহারকারী দলকে সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ দেয়া হয়েছে।

কৃষিবিদ রুবেল আলী সুত্রে জানা যায়, প্রতি খালের নির্বাহী কমিটি হতে ২ জন করে প্রতিনিধি ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সাথে অন্তর্ভুক্ত করে ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম জোরদারকরণে সলিডারিডাড ও জাগরণী চক্র ফাউন্ডেশন কাজ করছে। সলিডারিডাড ও জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক প্রতি কোয়ার্টারে ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজনের প্রস্তাবের প্রেক্ষিতে শুভরাড়া ইউনিয়নে প্রথম সভাটি অনুষ্ঠিত হলো।

নির্বাচিত অভয়নগর ও মনিরামপুরে ইউনিয়ন, উপজেলা ও জেলায় এধরনের সভা প্রতি ৩ মাস অন্তর আয়োজন করা হবে যেখানে এলাকার খাল পুনরুদ্ধার ও খনন সহ পানির প্রবাহ ঠিক রাখার জন্য করণীয় ঠিক করা হবে। ’অন্যান্যের মধ্যে সভায় ওয়াটার ক্লাস্টার অফিসার আব্দুল মান্নান ও সুকুমার মন্ডল এবং ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।