এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের Faculty of Veterinary, Animal and Biomedical Science অনুষদের কনফারেন্স হলে ইন্টার্নি ভেটেরিনারি ডাক্তারদের নিয়ে সারা দিন ব্যাপী একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটির শিরোনাম ছিলো "Shaping Tomorrow's Veterinary Professionals"।
আজ ২৬ শে নভেম্বর'২৪ রোজ মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো: আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি ডীন প্রফেসর ডা. মো: সিদ্দিকুল ইসলাম, ইন্টার্নিশীপ কমিটির আহবায়ক প্রফেসর ডা. মোহাম্মদ কাওসার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. মো: আমজাদ হোসেন, হেড অফ বিজনেস, এসিআই এনিমেল হেলথ, ডা. অরবিন্দ কুমার সাহা, চিফ এডভাইজর, এসিআই এনিমেল জেনেটিক্স, "ডা. হিরেশ রঞ্জন ভৌমিক, চিফ এডভাইজর, এসিআই এনিমেল হেলথ এবং ডা. মো: খুরশেদ আলম, ম্যানেজার, এসিআই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মনিরুজ্জামান, মার্কেটিং ম্যানেজার, এসিআই এনিমেল জেনেটিক্স।
বক্তারা আগামী দিনের ভেটেরিনারি ডাক্তারদের উদ্দেশে বক্তারা তাদের সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
প্রোগ্রামে ফ্যাকাল্টির সকল ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছাড়াও ডা. সাইফুল ইসলাম, চেয়ারম্যান, ফিজিওলজি ডিপার্টমেন্ট" উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি এনিমেল ব্রিডিং ও থেরিওজেনিওজিস্ট ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে সমন্বিতভাবে একটি গবেষণা প্রস্তাব এসিআই ম্যানেজমেন্টকে দেওয়ার অনুরোধ জানান।
এছাড়াও তিনি বলেন বাংলাদেশে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিস, ক্ষুরা রোগ, ছাগলের পিপিআর রোগসহ বিভিন্ন ভাইরাল রোগের বেসরকারি পর্যায়ে এই দেশের ফিল্ড ভাইরাসের স্ট্রেইন ব্যবহার করে ভ্যাকসিন তৈরির জন্য এসিআই কে আহ্বান জানান। এছাড়াও একজন স্বনামধন্য মাইক্রোবায়োলজিস্ট হিসেবে পোলট্রির রানীক্ষেত, আইবিএইচ, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ইত্যাদি মারাত্মক রোগের ভ্যাকসিন আমদানির পাশাপাশি বাংলাদেশের উৎপাদনের জন্য এসি আই ম্যানেজমেন্ট কে আহ্বান জানান। প্রয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় স্বনামধন্য মাইক্রোবায়োলজিস্টগনের সমন্বয়ে যৌথভাবে গবেষণা করার আহ্বান জানান।
প্রোগ্রামের বিশেষ অতিথি ডা. আমজাদ হোসেন বাংলাদেশের প্রাণিসম্পদের উন্নয়নে এসিআই এনিমেল হেলথ কর্তৃক বাজারজাত কৃত বিভিন্ন প্রেডাক্ট ও সলিউশন নিয়ে কথা বলেন। পরবর্তীতে ডা. অরবিন্দ কুমার সাহা বাংলাদেশে গবাদি প্রাণীর জাত উন্নয়নের এসি আই এনিমেল জেনেটিক্স এর কর্মকাণ্ড নিয়ে ইন্টার্নি ডক্টরদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এছাড়াও ডক্টর হীরেশ রঞ্জন ভৌমিক, প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে এসিআই এনিমেল হেলথ এর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে সভাপতির বক্তব্যে, ডা. মনিরুজ্জামান (মার্কেটিং ম্যানেজার এসিআই এনিমেল জেনেটিক্স) এসিআই এনিমেল জেনেটিক্স এর কোয়ালিটি সিমেন উৎপাদনের উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন।