পোলট্রি সেক্টরের টেকসই উন্নয়নে নবীন ভেটেরিনারিয়ানদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানালেন শামসুল আরেফিন খালেদ

রাজধানী প্রতিবেদক: গত রবিবার ২৯ জুন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যানিম্যাল সায়েন্স এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদ আয়োজিত “ডিন'স অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন-২০২৪” অনুষ্ঠানে নবীন ভেটেরিনারিয়ানদের প্রতি পোলট্রি সেক্টরের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি ও নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের পরিচালক শামসুল আরেফিন খালেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সম্মানিত অতিথির বক্তব্যে তিনি বলেন, “পোলট্রি ও লাইভস্টক খাত দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সচল করেছে। এই সেক্টরের কারণে গ্রামের জনপদে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত এনিমেল প্রোটিন ‘অ্যাভেইলেবল’, ‘অ্যাফোর্ডেবল’, ‘রিলায়েবল’ এবং ‘সাসটেইনেবল’ করা। সেই সঙ্গে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনাদের চিন্তা আপনাদেরই করতে হবে। জেনেটিক্স ও নিউট্রিশনের মতো টেকনিক্যাল সেক্টরগুলোতে গবেষণা ও টেকনোলজির প্রয়োগ করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা এবং প্রাইভেট সেক্টরের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে আপনারা হতে পারেন সমাধানের রূপকার। আপনাদের মাধ্যমে সমাজ ও অর্থনীতির ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, “আমরা যদি একসাথে মিলে কাজ করি, তবে একটি বৈষম্যহীন, স্বনির্ভর বাংলাদেশ গঠন সম্ভব। এই কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য নবীন ভেটেরিনারিয়ানদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল লতিফ, ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: বেলাল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান, এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।