পাইকগাছার ঘোপের খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম: খুলনার পাইকগাছার ঘোপের খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। আজ বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ৮ নং লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানার সভাপতিত্বে ঘোপের খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পাইকগাছাতে অনেক খাল পুনঃখনন উপযোগী আছে। তার মধ্যে ঘোপের খালটি সলিডারিডাড ও উত্তরণ নির্বাচন করেছে। সেকারণে এলাকাবাসী বেশি সুবিধা পাবেন। খালটির পুনঃখনন সফলভাবে সম্পন্ন হলে মাছের ঘেরে পানি সরবরাহ অনেক সহজ হবে ও খরচ কমে যাবে। এমনকি খননকালে খালের উভয় পাশের আইল যদি একটু চওড়া করা যায় তাহলে প্রচুর সবজি উৎপাদন করা যাবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা আরও বলেন, খালের পানির প্রবাহ সঠিক রাখার জন্য নেট-পাটা অপসারণ করতে হবে। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ সৈকত মল্লিক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠানের শুরুতে ঘোপের মাইক্রো-ওয়াটারেসেডের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল খালের সামাজিক মানচিত্র প্রদর্শন করে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল বলেন, খালটি পুনঃখনন হলে রোপা আমনসহ সবজি চাষের এলাকা বৃদ্ধি পাবে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ সৈকত মল্লিক বলেন, বিলুপ্ত প্রায় মাছের প্রজাতিসমুহ বাঁচিয়ে রাখার জন্য খালের পানি প্রবাহ সব সময় থাকেতে হবে এজন্য খাল পুনঃখননের গুরুত্ব আছে। সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম বলেন, পাইকগাছা পৌরসভার মধ্যে অনেক এলাকা জলাবদ্ধ থাকে। পরিকল্পিতভাবে খাল খনন করে জলাবদ্ধতা নিরসন করা যায়। সরকারি মজা খাল পুনঃখননে তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

উদ্বোধনী সভায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন, সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের খুলনা অঞ্চলের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নূরুল ইসলাম ও উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সলিডারিডাড এর সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, প্রোগ্রাম অফিসার সুব্রত রায়, পাইকগাছা উপজেলা ওয়াটার ক্লাস্টার অফিসার মোঃ আব্দুস সাত্তার, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর গাজী তৌহিদুজ্জামান, শরিফুল ইসলাম, দিবাকর দে, তানভীর আহমেদ, জুয়েল পারভেজ এবং পানি ব্যবহারকারী দলের প্রায় ৪০০ নারী ও পুরুষ কৃষিজীবী উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন শিক্ষক গোবিন্দ মন্ডল। ১১৮০ মিটার দৈর্ঘ্যের পদ্মবুনিয়া খালটি পুনঃখনন হলে ৯টি পানি ব্যবহারকারী দলের ৯৬৮ কৃষক পরিবার সরাসরি উপকৃত হবেন বলে সলিডারিডাড ও উত্তরণ সুত্রে জানা যায়। উদ্বোধনী সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কাজ উদ্বোধন করেন।