নাহিদ বিন রফিক (বরিশাল): দেশের দক্ষিণাঞ্চলে জন্য বারি সূর্যমুখী-৩ এবং বারি বেগুন-১২’র আবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ আজ বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে তিনি বলেন, সূর্যমুখীর আবাদ সম্প্রসারিত হলে দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরণে সহায়ক হবে। পাশাপাশি বারি বেগুন-১২ আবাদ করলে কৃষকরা যথেষ্ট লাভবান হবেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রশিক্ষণে আপনারা প্রশিক্ষিত হয়ে এই প্রযুক্তিগুলো নিজেদের মাঠে প্রয়োগ করবেন। একই সাথে আপনাদের আশেপাশের কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলেই আজকের অনুষ্ঠান স্বার্থক হবে।
দিনব্যাপি এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম এবং পার্টনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (বারি অংগ) ড. মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনওয়ার মোনিম, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল হাসান খান, বৈজ্ঞানিক কর্মকর্তা স্মৃতি হাসনা প্রমুখ।
প্রশিক্ষণে পার্টনার প্রকল্পের আওতাভুক্ত বরিশাল এবং ঝালকাঠির ৬ উপজেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।