এগ্রিলাইফ ডেস্ক: দেশের অন্যতম এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর অঙ্গপ্রতিষ্ঠান "ইয়ন ফিড"-এর উদ্যোগে বগুড়া জেলার গাবতলী উপজেলায় ‘হাঁস খামার, খাদ্য ব্যবস্থাপনা ও জৈবনিরাপত্তা’ বিষয়ক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) স্থানীয় ৪০ জন হাঁস খামারি নিয়ে আয়োজিত এ কর্মশালা পরিচালনায় সহায়তা করেন নিউ সোনালী হাঁসের খামার এন্ড হ্যাচারী-এর স্বত্বাধিকারী ইউনুস আলী।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাফিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব মোঃ রাশেদুজ্জামান, ভেটেরিনারি সার্জন মোঃ আরিফুল ইসলাম, ইয়ন ফিডের বগুড়া ডিভিশনাল সেলস ম্যানেজার কামাল আহমেদ, এরিয়া ম্যানেজার আরিফ হোসাইন লাল, ইয়ন অ্যানিমেল হেলথ-বগুড়া রিজিয়নের টেকনিক্যাল ম্যানেজার ডাঃ শাকিল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন করে ক্ষুদ্র উদ্যোক্তারা যেমন লাভবান হতে পারেন, তেমনি দেশের আমিষের চাহিদা রণেও অবদান রাখতে পারেন। বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা অনুসরণ করলে উৎপাদিত পণ্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও লাভজনক হবে।
ইয়ন ফিডের ডিভিশনাল ম্যানেজার কামাল আহমেদ বলেন, "ইয়ন গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই খামারিদের স্বাস্থ্যকর ও হালাল খাদ্য, পোল্ট্রি, রুমিন্যান্ট ও অ্যাকুয়াকালচার মেডিসিন, মাছের পোনা, জীবাণুনাশক, বীজ, কিটনাশক, ট্রাক্টর, প্রসেসড ফুড, বেকারি পণ্য এবং কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সরকারি হাঁস প্রজনন খামারেও ইয়ন ডাক ফিড ব্যবহার করা হচ্ছে।"
কর্মশালায় ডাঃ শাকিল আহমেদ খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেন। অংশগ্রহণকারী খামারিরা ইয়ন ফিডের গুণগত মান এবং খামারে এর ইকোনমিক ইফেক্ট সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন ও এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।
কর্মশালার শেষে আগত খামারিরা র্যাফেল ড্র ও ইফতার মাহফিলে অংশ নেন। রমজানের পবিত্রতা রক্ষায় ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,"ইয়ন ফিড" রমজানের শুরু থেকে দেশের ৩০টি জেলায় প্রায় ২০০০ প্রান্তিক খামারি ও ডিলারদের নিয়ে খামার, খাদ্য, পোনা ব্যবস্থাপনা ও জৈবনিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং ইফতার মাহফিল আয়োজন করে আসছে।