চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নদীরচরে চাষ হচ্ছে চিনাবাদাম

মো. এমদাদুল হক: শুকিয়ে ক্রমশ সংকুচিত হচ্ছে মহানন্দা নদী। জেগে ওঠছে চর জেগে উঠা চর ফসল চাষের আশা করছে কৃষককে। তারা চাষাবাদ উপযোগি করে বুনেছেন বীজ। কেউ ধান আবার কেউ গম, সরিষা, করলা, পটলসহ বিভিন্ন শাকের আবাদ করছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশ দিয়েই বয়ে গেছে এই মহানন্দা নদী। প্রায় ২হাজার বিঘা আলাতুলি ইউনিয়নে পলি জমা জেগে ওঠা চর আবাদি জমিতে পরিণত হয়েছে।

অক্টোবর-নভেম্বরের মাসের পর নদীতে কমতে থাকে পানি। পানি কমতে কমতে দু-তীরের শুকিয়ে যাওয়া চর/ভূমি এখন চাষযোগ্য কৃষি জমি। জেগে ওঠা চরের জমিতে চাষাবাদে করে কৃষকগণ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজস্ব প্রদর্শনীর আওতায় এবং বিনার সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রায় ৭০ হেক্টর জমিতে চাষ হচ্ছে চিনাবাদাম। উৎপাদিত চিনাবাদামের সিংহভাগই চাষ হয় উপজেলার আলাতুলি ইউনিয়নে। এই বছর আলাতুলি ইউনিয়নে প্রায় ২হাজার বিঘা চর জেগেছে। উপজেলা কৃষি অফিস রাজস্ব প্রদর্শনীর আওতায় এবং বিনার সহায়তায় কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রায় ১শত বিঘা নতুন জেগে উঠা চরে বিনা চিনাবাদামের বিভিন্ন জাতের চাষ করেছেন।

নতুন জেগে ওঠা চরে চিনাবাদাম চাষ করে আলাতুলি ইউনিয়নের কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আশা করছে এবং উপজেলা কৃষি অফিস আগামী বছর জেগে ওঠা ২হাজার বিঘা জমির পুরোটাই চিনাবাদাম চাষের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছেন। চাষকৃত চিনাবাদাম খুব ভালো ফলন হবে বলে আশাবাদি গত ২২ এপ্রিল আলাতুলি ইউনিয়নের রাণীনগর ব্লকে মো: মহব্বত আলীর চাষকৃত বাদাম ক্ষেত পরিদর্শন শেষে উপজেলা কৃষি অফিসার মো: সুনাইন বিন জামান এসব তথ্য জানান। ক্ষেত পরিদর্শনে আরো গিয়েছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো: আজাদুল হক, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মুস্তাক, বরেন্দ্র কৃষি উদ্যোগের স্বত্ত্বাধীকারী মুনজের আলম মানিকসহ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা আরো বলেন, নদীর চরের জমি খুবই উর্বর তাই ফসল উৎপাদনও ভালো হয়। এ কারণে কৃষকের মাঝে নদীর চরে ফসল ফলানোর আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলা কৃষি অফিস থেকেও নদীর চর, তীরে অবস্থিত জমিতে চাষাবাদের জন্য কৃষককে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষন দেয়া হয়। আমরা সবসময় উদ্বুদ্ধকরণের কাজ করছি যাতে করে কম খরচে বেশি লাভবানকৃত ফসল চাষ করা যায়। জেগে ওঠা চরে চিনাবাদাম চাষ কিভা সম্প্রসারণ ও চাষিদের বেশি পরিমান সহায়তা করা যায় সে বিষয়ে উদ্ধর্তন কর্মকর্তার যোগাযোগ করছি।