কৃষকের আস্থার নতুন দিগন্ত - জায়েন্ট এগ্রোর ইন্ডাস্ট্রিয়াল হাইব্রিড ভুট্টা- জিডি কিং এবং প্রোভিটা-৩৮০

এগ্রিলাইফ২৪ ডটকম: সোমবার (২৮ এপ্রিল) বগুড়া জেলাধীন গাবতলী উপজেলার উঞ্চুরখী গ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কৃষাণ-কৃষাণী এবং বীজ ব্যবসায়ীদের উপস্থিতিতে জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেড দুটি নতুন হাইব্রিড ভুট্টা জাতের প্রদর্শনীর ফলাফল প্রদর্শন করেন।

জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব ড. মোঃ নূর জাহিদ জানান যে, জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেড আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণার মাধ্যমে এ জাত দুটি বাজারজাত শুরু করেছেন। জাত দুটি সর্বোচ্চ পুষ্টিমান সমৃদ্ধ, ফিডমিল সহ সকল শিল্পে ব্যবহারযোগ্য জাত হিসাবে সমাদৃত। বিশেষ করে “প্রোভিটা-৩৮০” তে আছে প্রো-ভিটামিন “এ” যা মুরগির প্রজনন ক্ষমতা ও ডিম উৎপাদন বৃদ্ধি করে এবং প্রতি ১০০ গ্রাম দানায় প্রায় ৩৮০ কিলোক্যলোরী মেটাবোলাইজাল এনার্জি থাকায় মুরগির শক্তির প্রধান উৎস হিসেবে এই ভুট্টা ব্যবহৃত হয়। “জিডি কিং” জাতের মজবুত ও শক্তিশালী শিকড় থাকায় কালবৈশাখী ঝড়ে সহজে পড়ে যায় না। জাত দুটির প্রতিটি পাতা সর্বশেষ দিন পর্যন্ত সবুজ থাকে, ফলে মোচায় আর্দ্রতার পরিমাণ কম থাকে, রোগ-বালাই মুক্ত হয়, শিল্পে ব্যবহারের জন্য সংরক্ষণযোগ্যতা বৃদ্ধি পায়।

“জিডি কিং” ও “প্রোভিটা-৩৮০” জাত দুটি বাংলাদেশের আবহাওয়ায় চাষের অনুকূল বলে উল্লেখ করেন ডিসিএম লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জনাব আব্দুল মান্নান।

উপস্থিত কৃষি কর্মকর্তা জানান যে, উক্ত জাত দুটির ফসল কর্তনের মাধ্যমে শতকে ফলন দুই মনের অধিক পাওয়া গিয়েছে, অর্থাৎ একর প্রতি প্রায় ২০০ মন ফলন পাওয়া যাবে।

উক্ত ফলাফল প্রদর্শনী অনুষ্ঠানে দেশি-বিদেশি অনেক অতিথি উপস্থিত ছিলেন। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তের বীজ ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও কৃষক প্রতিনিধিবৃন্দ উক্ত জাত দুটির ভূয়সী প্রশংসা করেন এবং তারা মনে করেন যে আগামী মৌসুমে এই জাত দুটি বাংলাদেশের ভুট্টার গড় উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করবে।