বাজেট প্রণয়নের সময় কৃষকের বাস্তব চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে-কৃষিবিদ আহসানুজ্জামান

রাজধানী প্রতিনিধি: বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি কৃষিবিদ মোঃ আহসানুজ্জামান লিন্টু বলেছেন, “কৃষি বাজেট প্রণয়নের সময় কৃষকের বাস্তব চাহিদা ও দেশের খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের বাজেট হতে হবে টেকসই, বাস্তবসম্মত এবং প্রযুক্তি ও বাজারঘনিষ্ঠ। এছাড়াও, কৃষিতে তরুণদের সম্পৃক্ত করতে হলে তাদের জন্য আকর্ষণীয় কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করতে হবে।”

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির আয়োজনে আজ শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে “কৃষিতে বাজেট ২০২৫-২৬: টেকসই প্রবৃদ্ধির রূপরেখা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) ড. মোঃ আনিসুজ্জামান চৌধুরী।

সেমিনারের স্বাগত বক্তব্য দেন মো: আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি, আহ্বায়ক, সেমিনার বাস্তবায়ন কমিটি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। মুক্ত আলোচনা শেষে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব প্রফেসর এ. এস. এম গোলাম হাফিজ (কেনেডি)।

কৃষিবিদ মোঃ আহসানুজ্জামান আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে কৃষিকে রক্ষা করতে হলে কৃষি গবেষণা, উদ্ভাবন এবং কৃষকের কাছে সেই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে জোর দিতে হবে। বাজেট হতে হবে কর্মমুখী, যাতে কৃষকের আয় বাড়ে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়।” এছাড়া প্রযুক্তিনির্ভর কৃষি, বাজার সংযোগ, জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা এবং কৃষিতে যুবসমাগম বৃদ্ধির উপর জোর দেন তিনি।

সেমিনারে কৃষি গবেষক, কৃষিবিদ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট খাতের ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও প্রস্তাবনার মধ্য দিয়ে শেষ হয়।