শ্বাসতন্ত্রের সংক্রমণ হ্রাসে এক অনন্য সমাধান "মিন্ট প্লাস লিকুইড"

এগ্রিলাইফ২৪ ডটকম: পোল্ট্রিতে শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ইনফেকশাস ব্রংকাইটিস, ফাউল কলেরা, ইনফেকশাস করাইজা, ব্রুডার নিউমোনিয়া ইত্যাদি প্রতিনিয়ত দেখা যায়। যার ফলে পোল্ট্রির দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়, ডিম ও মাংস উৎপাদন কমে যায় এবং তীব্র সংক্রমনে মৃত্যুহার পর্যন্ত হতে পারে।

তাই শ্বাসতন্ত্রের সংক্রমণ হ্রাস করতে হেলথ কেয়ার এনিমেল হেলথ বাজারে নিয়ে এসেছে "মিন্ট প্লাস লিকুইড", যা শ্বাসতন্ত্রে জমাট বাধা ঘন কফ নিঃসরণে সহায়তা করে, ফুসফুসে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, স্বাসতন্ত্রের এপিথেলিয়াল কোষ মজবুত করে, শ্বাসতন্ত্রের জীবাণুর বিরুদ্ধে এন্টি ব্যাকটেরিয়াল এক্টিভিটি প্রদর্শন করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ধকল হ্রাস করে।

হেলথকেয়ার ফরমুলেশনস লিমিটেড এর হেড অব মার্কেটিং (এনিম্যাল হেলথ ডিভিশন) ডাঃ মোঃ নিজাম উদ্দিন আখন্দ (রনি) বলেন, "মিন্ট প্লাস লিকুইড" এ রয়েছে ৭ টি ফাইটোজেনিক এক্সট্র্যাক্ট এবং ভিটামিন এ এর সংমিশ্রণ, যা শ্বাসতন্ত্রের সুরক্ষায় খুবই কার্যকরী। এতে উপস্থিত থাইমল ও মিন্ট অয়েল এক্সপেক্টটরেন্ট হিসেবে কাজ করে শ্বাসতন্ত্রে জমাট বাঁধা শ্লেষ্মা পাতলা করে শ্বাসনালী থেকে অপসারণে সাহায্য করে। কারভাকরোল ও ইচিনাশিয়া এক্সট্র্যাক্ট এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শ্বাসনালীকে জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে। এন্টি ব্যাকটেরিয়াল একটিভিটির ফলে এটি শ্বাসতন্ত্রের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এর বিরুদ্ধেও কাজ করে । যার ফলে রোগের তীব্রতা দ্রুত হ্রাস পায় এবং পরবর্তীতে পুনরায় সংক্রমণের সম্ভাবনা কমে যায় ।

"মিন্ট প্লাস লিকুইড" খাওয়ানোর পাশাপাশি খামারে স্প্রে হিসাবেও ব্যবহার করা যায় । বাজারে ১০০ মিলি ও ৫০০ মিলি এর সাশ্রয়ী প্যাক সাইজে "মিন্ট প্লাস লিকুইড" সরবরাহ করা হয়েছে । এছাড়া ক্ষুদ্র খামারিদের কথা বিবেচনা করে মিন্ট প্লাস ২০ মিলি এর সুবিধাজনক প্যাকে সরবরাহ করা হচ্ছে ।

হেড অব মার্কেটিং আরো বলেন পোল্ট্রি ও গবাদি প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের সব সময়ের অঙ্গীকার আধুনিক, নিরাপদ ও কার্যকর পণ্য সরবরাহ করা। উৎপাদন বাড়লেই খামার হবে লাভজনক ও টেকসই।

বিস্তারিত তথ্যের জন্য হেলথ কেয়ার এনিম্যাল হেলথ-এর বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান বা কনস্যালটেন্ট এর পরামর্শ অনুযায়ী "মিন্ট প্লাস লিকুইড" ব্যবহার করুন।