বাংলাদেশের খামার ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করল Bio Care Agro LTD.

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের প্রাণিসম্পদ ও পোল্ট্রি শিল্পকে আরও নিরাপদ, আধুনিক ও টেকসই করার লক্ষ্যে Bio Care Agro Ltd. দেশের বাজারে এনেছে কানাডার খ্যাতনামা প্রতিষ্ঠান ATOMES F.D. INC এর উদ্ভাবনী সমাধান। যা Patented ,সম্পুর্ন বায়োলজিকাল ,দ্রুত কার্যকরী ,পরিবেশবান্ধব এবং নিরাপদ।

নতুন এই উদ্ভাবনী পণ্য হলো "Bioxy Enviro"। এটি একটি নিরাপদ ও পরিবেশবান্ধব জীবাণুনাশক, যা একই সাথে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, স্পোরসহ বিভিন্ন ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কার্যকর। "Bioxy Enviro" নন-করোসিভ, অর্থাৎ ত্বক বা যেকোনো জিনিষপত্রে ক্ষতি করে না, নন-কার্সিনোজেনিক এবং সম্পূর্ণ নিরাপদ।

এটি একই সাথে Disinfectant, Sanitizer, Sterilizer এবং Decontaminant অর্থাৎ শতভাগ জীবানু এবং বিদ্যমান ক্ষতিকর উপাদান ধ্বংস করে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি খাবার ও পানির উপস্থিতিতে ব্যবহার করা যায়, এমনকি ফার্মে ডিম ও মুরগি থাকা অবস্থাতেও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। এছাড়া ডিম ও এক দিনের বাচ্চা জীবাণুমুক্ত করতেও এটি নিরাপদ সমাধান হিসেবে প্রমাণিত হয়েছে। পরিবেশবান্ধব, গন্ধহীন ও দ্রুত কার্যকর এই জীবাণুনাশক ইতিমধ্যেই উন্নত বিশ্বের ফার্মিং সেক্টরে বহুল ব্যবহৃত।

এছাড়াও ব্যাকটেরিয়াল সংক্রমন মোকাবেলায় খাবার পানিতে Antibiotic Replacer হিসেবে খাওয়ানো যায় যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর সমাধান নিশ্চিত করে । এটি মেকানিক্যাল উপায়ে ব্যাকটেরিয়া ধ্বংস করে; ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার কোনো ঝুঁকি থাকে না। Withdrawal period = 0, অর্থাৎ ব্যবহার শেষে উৎপাদিত মাংস, দুধ বা ডিম সম্পূর্ণ নিরাপদ যা ভোক্তাদের নিকট মাংস, দুধ বা ডিম গ্রহনে উৎসাহিত করবে।

Bio Care Agro আশা করছে, এই উদ্ভাবনী পণ্য দেশের প্রাণিসম্পদ শিল্পকে বিশ্বমানের নিরাপদ ও টেকসই সমাধানের দিকে এগিয়ে নেবে।

"Bioxy Enviro" সম্পর্কে বিস্তারিত জানতে ঢাকা হেড অফিসে Plot # GA-30/B, Level # 8, Suite # 8-C, Progoti Sharani, Shahjadpur, Gulshan, Dhaka-1212, Bangladesh অথবা ইমেইল করতে পারেনThis email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.এই ঠিকানায় অথবা যোগাযোগ করুন০১৯৯০-৪০০-৮৩৭